ওয়াটলিংয়ের ব্যাটে লিড নিউজিল্যান্ডের

Tariqul IslamEditor
প্রকাশিত হয়েছে - 2019-11-23T12:59:18+06:00
আপডেট হয়েছে - 2019-11-23T12:59:18+06:00
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম ইনিংসের ইংলিশদের ৩৫৩ রানে আটকে দিয়ে ৪ উইকেট হারিয়ে ১৪৪ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল কিউইরা। আজ (শনিবার) ম্যাচের তৃতীয় দিনে বিজে ওয়াটলিংয়ের অপরাজিত শতকে ভর দিয়ে সফরকারীদের বিপক্ষে লিড নিয়েছে স্বাগতিকরা।
[caption id="attachment_106220" align="aligncenter" width="991"]

দলকে লিড এনে দিয়ে মাঠ ছাড়ছেন বিজে ওয়াটলিং।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।[/caption]
আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান হেনরি নিকোলস ২৬ ও ওয়াটলিং ৬ রান নিয়ে দিনের খেলা শুরু করেন। তৃতীয় দিনের সকালে ইংল্যান্ডের বোলারদের দেখেশুনে সামলান এই দুই ব্যাটসম্যান। তবে আগের দিনের সাথে আর মাত্র ১৫ রান যোগ করতেই সাজঘরের পথ ধরতে হয় নিকোলসকে। জো রুটের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ৪১ রানের ইনিংস খেলে যান তিনি।





দু’জনের ৭০ রানের পার্টনারশিপ ভেঙে যাওয়ার পর ওয়াটলিংয়ের সাথে নতুন জুটি গড়েন ডি গ্রান্ডহোম। ষষ্ঠ উইকেটে দুজনের ব্যাট থেকে আসে ১১৯ রান। ব্যক্তিগত অর্ধশতক পূরণ করার পর গ্রান্ডহোম আউট হয়ে যান ৬৫ করে। এরপর মিচেল স্যান্টনারকে নিয়ে দিনের বাকিটা পথ পাড়ি দেন ওয়াটলিং। এরই এক ফাঁকে সেঞ্চুরিটা তুলে নেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
পরে ৬ উইকেট হারিয়ে ৩৯৪ রানে তৃতীয় দিনের খেলা শেষ করে কিউইরা। যেখানে প্রথম ইনিংসে এরই মধ্যে ৪১ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। এই লিডকে আরো বাড়িয়ে নিতে ওয়াটলিং ১১৯ ও স্যান্টনার ৩১ রানের অপরাজিত থেকে চতুর্থ দিনের খেলা শুরু করবেন।





সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড:
প্রথম ইনিংস- ৩৫৩/১০ (১২৪ ওভার) বেন স্টোকস ৯১, জো ডেনলি ৭৪, ররি বার্নস ৫২, ডমিনিক সিবলি ২২; টিম সাউদি ৪/৮৮, নেইল ওয়াগনার ৩/৯০, কলিন ডি গ্রান্ডহোম ২/৪১
নিউজিল্যান্ড:
প্রথম ইনিংস- ৩৯৪/৬ (১৪১ ওভার) বিজে ওয়াটলিংক ১১৯*, কলিন ডি গ্রান্ডহোম ৬৫, কেন উইলিয়ামসন ৫১; বেন স্টোকস ২/৩৭, স্যান ক্যারান ২/৭৪, জো রুট ১/৩১