ক্রিকেট বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ অনুসারী বাংলাদেশের

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2020-08-19T22:49:12+06:00
আপডেট হয়েছে - 2020-08-19T23:02:18+06:00
বাংলাদেশ ক্রিকেট পাগল দেশ হিসাবে পরিচিত। বাংলাদেশের ম্যাচের দিন হোম ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে থাকে ক্রিকেট ভক্তদের উপচে পড়া ভিড়। সামাজিক যোগাযোগমাধ্যমেও পিছিয়ে নেই টাইগার ভক্তরা। এই তালিকায় বাংলাদেশি ভক্তদের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।

দক্ষিণ এশিয়ার ক্রিকেট খেলেড়ু দেশগুলোতে ক্রিকেটের জনপ্রিয়তা সবচেয়ে বেশি বলে ধরা হয়। বাংলাদেশে ছোট্ট শিশুটি থেকে শুরু করে বৃদ্ধ ব্যক্তিটি পর্যন্ত ক্রিকেট খেলা দেখে ও ক্রিকেটের খবর রেখে থাকেন। বিভিন্ন সময়ে আলোকচিত্রীর ক্যামেরায় ধরা পড়েছে রিকশাচালক কিংবা দিনমজুরেরাও নিজেদের কাজ থামিয়ে ক্রিকেট দেখতে রাস্তার পাশের টিভির পর্দায় চোখ রেখেছেন। ক্রিকেটের প্রতি এদেশের মানুষের আবেগ এমনই।




বিশ্বে সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল হলেও বাংলাদেশ যেন সেটাকে ভুল প্রমাণিত করেছে। এদেশে ফুটবলের চেয়ে ক্রিকেটপ্রেমির সংখ্যা ঢের বেশি। এখন ক্রিকেট ভক্তরা ক্রিকেটের সব খবর খুব সহজেই ইন্টারনেটে বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পেয়ে যান। এদিক দিয়ে ক্রিকেট খেলেড়ু দেশগুলোর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের অনুসারী সংখ্যা দ্বিতীয় স্থানে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের অনুসারীর সংখ্যা ১৬.৩ মিলিয়ন বা ১ কোটি ৬৩ লাখ। যার মধ্যে বহুল জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ ক্রিকেটের অনুসারীর সংখ্যা ১ কোটি ২০ লাখের অধিক। ইনস্টাগ্রামে এই সংখ্যাটা ১৭ লাখের অধিক। টুইটারে টাইগার ক্রিকেটের অনুসারীর সংখ্যা ২৫ লাখের অধিক।





ক্রিকেট বিশ্বে সর্বোচ্চ অনুসারীর সংখ্যা
ের। বহুল জনগোষ্ঠীর এই দেশটির ভক্ত সংখ্যা সবার ধরাছোঁয়ার বাইরে। ৫৪.২ মিলিয়ন বা ৫ কোটি ৪২ লাখ। তৃতীয় স্থানে থাকা
ের অনুসারী ১১.১ মিলিয়ন বা ১ কোটি ১১ লাখ।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।