গতির ঝড় নয়, মুস্তাফিজদের মত 'স্মার্ট' হতে চান সিয়ার্স

বিডিক্রিকটাইম স্টাফ Editor
প্রকাশিত হয়েছে - 2021-08-30T13:07:20+06:00
আপডেট হয়েছে - 2021-08-30T13:10:03+06:00
গতির ঝড় তোলার চেষ্টা করে যে মিরপুরের পিচে আহামরি কিছু হয় না, সেই দৃষ্টান্ত খুঁজতে বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই। মাসখানেক আগের অস্ট্রেলিয়া সিরিজের দিকেই চোখ বুলালে দেখা যাবে- মিচেল স্টার্ক, জশ হ্যাজলউডের মত বোলাররাও কীভাবে হতাশ হচ্ছিলেন গতিময় বোলিং করার চেষ্টায়। কিউই পেসার বেন সিয়ার্স তাই গতিকে পুঁজি করতে চান না।

২৩ বছর বয়সী পেসার বাংলাদেশে এসেছেন অভিষেকের প্রতীক্ষা নিয়ে। নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলে থাকায় প্রথমবারের মত একাদশে সুযোগ পাওয়ার হাতছানি তার সামনে। তবে সেক্ষেত্রে অপেক্ষা করছে মিরপুরের উইকেটে বল করার চ্যালেঞ্জ।
অস্ট্রেলিয়া সিরিজে স্টার্ক, হ্যাজলউড, টাইরা সফল হতে না পারলেও মুস্তাফিজুর রহমানের মত কম গতির বোলারও দারুণ কার্যকরী হয়ে উঠেছিলেন, যা বোলিংয়ের বৈচিত্রের কারণে। মুস্তাফিজের কাটার, স্লোয়ারে পাওয়া সফলতা অজানা নয় কিউইদের। সিয়ার্স তাই স্মার্ট হতে চান, কাটারকে করতে চান হাতিয়ার।
তিনি বলেন,
'আপনি অবশ্যই চেষ্টা করবেন জোরে গতিতে বল করতে। কিন্তু এখানকার উইকেট ভিন্ন ধরনের। উইকেটের সাথে আপনাকে আরও স্মার্ট হতে হবে।'
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।'নেটে করা প্রথম বলগুলো এমন যে ব্যাটসম্যান বাউন্ডারি হাঁকাবে। কখন কীভাবে বল করতে হবে এটা বের করতে হবে, বৈচিত্র্য ধরে রাখতে হবে। অফ কাটার সহায়ক হতে পারে।'
- বলেন তিনি।
প্রথম সারির দলে নিজের জায়গা পাওয়া অসম্ভব ছিল, সিয়ার্স নিজেও তা জানেন। অভিষেকের সুযোগ সামনে রেখে তিনি তাই নিজেকে প্রমাণ করতে মরিয়া। জানালেন,
'অভিষেক হলে দারুণ হবে। দেশে খেলা হলে হয়ত আমি ১৫তম বোলার থাকতাম। এই সিরিজে মূল খেলোয়াড়রা নেই। আমার জন্য দারুণ সুযোগ।'
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।