টেস্ট খেলতে প্রস্তুত সালমা-রুমানারা, উচ্ছ্বসিত বিসিবি

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2021-04-02T17:22:23+06:00
আপডেট হয়েছে - 2021-04-02T17:25:49+06:00
টেস্ট স্ট্যাটাস পেতে চলেছে বাংলাদেশ প্রমীলা দল। আইসিসি তাদের পূর্ণাঙ্গ সদস্য দেশগুলোর প্রমীলা দলকেও টেস্ট দল হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নিয়েছে। আইসিসির সর্বশেষ সভা শেষে খবরটি চাউর হতেই উচ্ছ্বাস দেশের ক্রিকেট অঙ্গনে।
[caption id="attachment_155382" align="aligncenter" width="780"]

সবকিছু ঠিক থাকলে এ বছরই প্রথম টেস্ট খেলতে পারে বাংলাদেশ প্রমীলা দল। ফাইল ছবি
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।[/caption]
পুরুষ দল টেস্ট খেললেও বাংলাদেশের নারী দল এখনো টেস্ট খেলেনি। নারী দলের আছে এশিয়া কাপের শিরোপা জেতার মত বড় সাফল্য। যদিও ওয়ানডে বিশ্বকাপের মত বড় আসরেও দল এখনো ব্রাত্য। আইসিসি বাংলাদেশসহ সব পূর্ণাঙ্গ দেশের প্রমীলা দলকে টেস্টের যোগ্য হিসেবে নির্ধারণ করেছে, এবার বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণা।
দারুণ এই অর্জনে উচ্ছ্বসিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের উইমেনস উইংয়ের চেয়ারম্যান ও বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল এক ভিডিও বার্তায় জানিয়েছেন, বাংলাদেশ প্রমীলা দল টেস্ট খেলার জন্য প্রস্তুত রয়েছে। এছাড়া টেস্টের পরিকল্পনায় বিগত বছরগুলোতে উইমেনস উইং কাজ করেছে বলেও জানান তিনি।
তিনি বলেন,
'গতকাল আইসিসি তাদের পূর্বনির্ধারিত মিটিংয়ে উইমেনস উইং নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আইসিসির পূর্ণাঙ্গ সদস্য দেশগুলোর প্রমীলা দল টেস্ট খেলার যোগ্যতা অর্জন করবে অর্থাৎ টেস্ট স্ট্যাটাস পাবে। সেই হিসাবে বাংলাদেশের জন্য এটি অত্যন্ত গৌরব ও আনন্দের একটি বিষয়।'
ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও অভিজাত ফরম্যাট ধরা হয় টেস্টকে। করোনার কারণে দীর্ঘ সময় মাঠে নেই মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেট। তবে বিসিবি টেস্টের ভাবনায় ছিল বিগত কয়েক বছর ধরেই।
নাদেল বলেন,
'ক্রিকেটের মূল খেলাই টেস্ট। আমাদের মেয়েরা টেস্ট খেলবে, এই যোগ্যতা অর্জন করলেন। মেয়েরা মানসিকভাবে প্রস্তুত। গত দুই বছর ধরে আমাদের পরিকল্পনায় ছিল। তাদেরও বলে যাচ্ছিলাম, আমরা আইসিসির সাথে কথা বলবো। সেই অনুযায়ী কিছু টুর্নামেন্ট ও আয়োজন ছিল। এই মুহূর্তে আমাদের পাইপলাইনেও যথেষ্ট খেলোয়াড় রয়েছে। আমরা আশাবাদী।'