দল থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2020-07-20T14:21:27+06:00
আপডেট হয়েছে - 2020-07-20T14:21:27+06:00
করোনা মহামারীর মধ্যেই সফর করতে গিয়ে বিপদ যেন পিছু ছাড়ছেই না পাকিস্তান দলের। করোনার কারণে পেসার হারিস রউফ বাদ পড়ার পরে এবার চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন খুশদিল শাহ। এই অলরাউন্ডারকে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ফিট হয়ে আবার দলের সাথে অনুশীলনে ফিরতে পারবেন তিনি।

পাকিস্তান দল এখন ডার্বিতে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলছে। কোয়ারেন্টিন পিরিয়ড কাটিয়ে অনুশীলনে ফেরে স্কোয়াড। নেটে অনুশীলন করার সময়ে চোট পান খুশদিল। মূলত টি-টোয়েন্টি দলের বিবেচনায় আছেন তিনি। তবে এই সফরে টেস্ট খেলার সম্ভাবনাও ছিল তার। প্রথম টেস্ট যে আর খেলা হবে না তা এখন নিশ্চিত।




তবে খুশদিলের মূল লক্ষ্য টি-টোয়েন্টি সিরিজের আগে তিনি ফিট হয়ে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে। নেটে ব্যাটিং অনুশীলন করার সময় হাতের বুড়ো আঙ্গুলে চোট পেয়েছেন তিনি। এতে কিছুটা চিড় সৃষ্টি হয়েছে। ফলে তিন সপ্তাহ খেলা থেকে বিরত থাকতে বলা হয়েছে তাকে। এরপর অনুশীলনে যোগ দিতে পারবেন খুশদিল এবং সম্পূর্ণ ফিট হয়ে গেলেই সুযোগ পাবেন একাদশে।
টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৮ আগস্ট। এক মাসেরও অধিক সময় আছে এখনো। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগেই এই অলরাউন্ডার ফিট হয়ে ফিরবেন বলে আশা করা হচ্ছে।





এছাড়া, নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলার সময় মাথায় আঘাত পান পাকিস্তানি ব্যাটসম্যন আবিদ আলি। তবে এই উদ্বোধনী ব্যাটসম্যানকে পুরোপুরি সুস্থ বলে ঘোষণা দিয়েছেন চিকিৎসক।
ে যাওয়ার পরেও করোনা আক্রান্ত হয়েছিলেন এক পাকিস্তানি ক্রিকেটার, কাশিফ ভাট্টি। তিনিও সুস্থ হয়ে দলের সাথে যোগ দিয়েছেন। বিপদে পড়তে হলেও তা মোকাবেলা করে ফিরছেন পাকিস্তানিরা।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।