'দেশি ক্রিকেটাররা যে দলে ভালো খেলবে তারা জিতবে'

তাহসিনা জামানEditor
প্রকাশিত হয়েছে - 2020-01-13T09:44:36+06:00
আপডেট হয়েছে - 2020-01-13T09:44:36+06:00
বঙ্গবন্ধু বিপিএলের ৪২ ম্যাচের রাউন্ড রবিন লিগ পর্ব শেষে সোমবার (১৩ জানুয়ারি) থেকে মাঠে গড়াবে কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচগুলো। রাজশাহী রয়্যালসের অলরাউন্ডার অলক কাপালি মনে করেন, কোনো দলই কারো থেকে কম না তবে যে দলের দেশি ক্রিকেটাররা বেশি ভালো করবে তারাই এগিয়ে যাবে।

পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে লিগ পর্ব শেষ করেছে রাজশাহী। প্রথম কোয়ালিফায়ারে তারা মুখোমুখি হবে খুলনা টাইগার্সের। ম্যাচটি হারলেও ফাইনালে যাওয়ার জন্য আরও একটি সুযোগ পাবে তারা। তবে প্রথমবারেই ফাইনাল নিশ্চিত করায় চোখ কাপালির,
'আমার কাছে মনে হয় প্রথমে জিতে গেলেই ভালো হয়। আমরাও চেষ্টা করবো সেটা। হ্যা, এক/দুইয়ে থাকলে আরেকটা সুযোগ পাওয়া যায় কিন্তু আমরা কখনোই ওভাবে ভাবি না।'
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।




সামনের ম্যাচগুলো হতে যাচ্ছে শিরোপার লড়াইয়ের শেষ পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। এখানে প্রতিটি দল নিজেদের মতো করে পরিকল্পনা করবে তা আর বলতে বৈকি! কাপালির কণ্ঠে সেই পুরোনো সুরই শোনা গেল। নিজেদের দিনে ভালো খেলা দলটিই জিতবে। তবে দেশি ক্রিকেটারদের পারফর্মকে গুরুত্ব দিচ্ছেন তিনি।
কাপালি বলেন,
'টি-টোয়েন্টি বলা মুশকিল, যারা যে দিনে ভালো খেলবে ওরাই ভালো করবে। আর এখানে কোনো বড় দল, ছোট দল নেই, এখানে সবাই সমান। গতকালের ম্যাচগুলোতে সব দেশি খেলোয়াড়রা ভালো করেছে। আমার মনে হয়, দেশি ক্রিকেটাররা যে দলে ভালো খেলবে তারা জিতবে।'





উইকেট সম্পর্কে কাপালির ধারণা,
'আমার মনে উইকেটটা ভালো হবে, এখানে যারা ভালো টপ-অর্ডারে ভালো ব্যাটিং করবে তারা এগিয়ে থাকবে।'
একনজরে শেষ চারের পূর্ণাঙ্গ সময়সূচি
ম্যাচ | তারিখ ও সময় | লড়াই | ভেন্যু |
এলিমিনেটর | ১৩ জানুয়ারি (সোমবার), দুপুর দেড়টা | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ঢাকা প্লাটুন | মিরপুর |
প্রথম কোয়ালিফায়ার | ১৩ জানুয়ারি (সোমবার), সন্ধ্যা সাড়ে ছয়টা | খুলনা টাইগার্স বনাম রাজশাহী রয়্যালস | মিরপুর |
দ্বিতীয় কোয়ালিফায়ার | ১৫ জানুয়ারি (বুধবার), সন্ধ্যা সাড়ে ছয়টা | প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল বনাম এলিমিনেটরের জয়ী দল | মিরপুর |
ফাইনাল | ১৭ জানুয়ারি (শুক্রবার), সন্ধ্যা সাতটা | প্রথম কোয়ালিফায়ারের জয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল | মিরপুর |
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।