ধোনি ও গিলক্রিস্টকে অনুসরণ করেই আজকের সোহান

প্রকাশিত হয়েছে - 2019-01-20T21:49:31+06:00
আপডেট হয়েছে - 2019-01-20T21:49:31+06:00
নুরুল হাসান সোহান- দেশের ক্রিকেটের প্রথম সারির একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান। বিপিএলের ষষ্ঠ আসরে তিনি খেলছেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। ২৫ বছর বয়সী এই ক্রিকেটার গ্লাসজোড়া হাতে কাটাচ্ছেন দারুণ সময়।
[caption id="attachment_51940" align="aligncenter" width="640"]

নুরুল হাসান সোহান। ফাইল ছবি: বিডিক্রিকটাইম
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।[/caption]
রবিবার (২০ জানুয়ারি) সংবাদমাধ্যমের সাথে আলাপকালে সোহান জানান, খেলোয়াড়ি জীবনে কিংবদন্তী দুই উইকেটরক্ষক
ের মহেন্দ্র সিং ধোনি ও অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টকে অনুসরণ করেন তিনি।
সোহান বলেন,
‘আমার ধোনির সাথে কয়েকবার কথা হয়েছে
।
আমি উনার ভিডিওগুলো দেখি
।
আগে গিলক্রিস্ট যখন খেলত উনারটাও ফলো করতাম
।
আমি ইউটিউব দেখি কোনটা আমার সাথে যাবে
।
সেটাই সবচেয়ে বড় কথা
।
আমার জন্য অনুশীলনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ
।’
উইকেটরক্ষক হিসেবে সোহান বরাবরই প্রাণবন্ত। দলের সবাই চাঙা রাখা যেন তার প্রিয় কাজ। সোহান জানান, সবসময় উইকেটকিপিং উপভোগ করেন,
‘আমি সবসময় কিপিং উপভোগ করার চেষ্টা করি
।
হয়তো কোনো সময় ভালো হয়, কোনো সময় খারাপ হয়
।
সবসময় নিজের সামর্থ্যের শতভাগ দেয়ার চেষ্টা করি
।
খারাপ সময় আসলেও অনুশীলন করে ফেরা যায়।’
এর সেক্ষেত্রে ধারাবাহিক রক্ষা করা তার কাছে গুরুত্বপূর্ণ। সোহানের ভাষ্য,
‘আমার কাছে মনে হয় ধারাবাহিকতা রক্ষা করে পারফর্ম করতে পারা গুরুত্বপূর্ণ, সেই চেষ্টা করি
।
আজ করলাম কাল আবার মিস হয়ে যেতে পারে
।
মিস হবেই, এটাই স্বাভাবিক
।
চিন্তা থাকে অতি আত্মবিশ্বাসী না হওয়া, এটা আমার জন্য খারাপ জিনিস
।
আমি নিজেকে নিজের জায়গায় রাখি
।
আজ যা করতে পেরেছি কালও যেন সেটা করতে পারি
।’
সচরাচর উইকেটরক্ষকরা পুরো দল নিয়েই ভাবেন। অধিনায়কদের ফিল্ডিং সাজানোতেও রাখেন ভূমিকা। তবে সোহানের ক্ষেত্রে ঠিক উল্টো। নিজেকে নিয়ে চিন্তা করলেই ভালো পারফর্ম করেন বলে জানান তিনি,
‘আমি দেখেছি দলের চিন্তা না করে নিজের চিন্তা করলে আমার জন্য ভালো হয় না
।
আমি ওই চিন্তা করি না
।
আমার ভেতরে দলের দরকারটাই সবার আগে আসে
।
দলের জন্য ১০ নম্বরে ব্যাট করলেও আমার কোনো অসুবিধা নেই।’