নাঈমের আদর্শ নাথান লায়ন

Rasheduzzaman Rakibক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2018-11-23T21:03:43+06:00
আপডেট হয়েছে - 2018-11-23T21:03:43+06:00
অভিষেক টেস্টেই রেকর্ড গড়েছেন ১৭ বছর বয়সী নাঈম হাসান। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে উইন্ডিজের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন নাঈম। তাই দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে টাইগার প্রতিনিধি হয়ে আসেন এই তরুণ ক্রিকেটার।

২০০০ সালের ২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন নাঈম হাসান। আর ১৭ বছর বয়সেই খেলছেন
জাতীয় দলে। এর মাঝে ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ বোলার হিসেবে টেস্ট অভিষেকেই নিয়েছেন পাঁচ উইকেট।
বয়স কম হলেও খেলার মাঠে চাপহীন ছিলেন নাঈম। দিনশেষে সংবাদ সম্মেলনে এই তরুণ বলেন, "কোনও চাপ নেই নি। সাধারণত যেভাবে ক্রিকেট খেলছি, এখানেও সেভাবে খেলছি। আর সিনিয়র খেলোয়াড় সবাই অনেক সাহায্য করেছেন। "
মূলত বোলিং অলরাউন্ডার হলেও চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ব্যাট হাতে ভালো আস্থা দেখিয়েছিলেন নাঈম। ২৫৯ রানে ৮ উইকেট পড়ার পর তাইজুলের সাথে ৬৫ রানের জুটি গড়ে তোলেন নাঈম। ৭৪ বলে করেছেন ২৬ রান। এদিকে শ্যানন গ্যাব্রিয়েলদের মতো পেসারদের উইকেটের অনেক বাইরে থেকে খেলে নজরে এসেছেন। এই বিষয়ে নাঈমের যেন সহজ জবাব। উইন্ডিজ গতিময় পেসারদের আলাদাভাবে দেখেননি এই তরুণ,
"আমি নর্মালি যেভাবে খেলি, ওদের পেস বোলারকেও সেভাবে খেলেছি। "
প্রথম দিনে আট নম্বরে ব্যাটিংয়ে নেমে নজর কাড়ার পর দ্বিতীয় দিনে বল হাতে নাঈম ছিলেন সেরা। ১৪ ওভার বোলিং করে ২ মেডেনসহ ৬১ রানে নিয়েছেন ৫ উইকেট। কিছুদিন আগে শেষ হওয়া প্রথম শ্রেণির ক্রিকেটেও (জাতীয় ক্রিকেট লিগ) সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন এই অফ ব্রেক বোলার। নিয়েছিলেন ২৮ উইকেট। এনসিএলের পারফরম্যান্স কি জাতীয় দলে ভালো করার জন্য আত্মবিশ্বাস যুগিয়েছে? এমন প্রশ্নে নাঈম জানান,
"ওখানে সর্বোচ্চ উইকেট নিয়ে আসছি, এটা সাহায্য করছে আমাকে আত্মবিশ্বাস নিয়ে আসতে।"
এদিকে অস্ট্রেলিয়ার নাথান লায়নকে অনুসরণ করেন নাঈম। ক্রিকেটে আদর্শ প্রসঙ্গে নাঈমের ছোট জবাব,
"লায়নকে ফলো করি। "