পাঠকদের ভোটে বিশ্বকাপের সেরা একাদশ

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2019-07-25T09:48:11+06:00
আপডেট হয়েছে - 2019-07-25T11:30:27+06:00
ইএসপিএনক্রিকইনফোর পাঠক ভোটেও সাকিব আল হাসান সেরাদের একজন। যার ফলস্বরূপ বাংলাদেশি অলরাউন্ডার জায়গা পেয়েছেন জনপ্রিয় ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যমটির পাঠকদের ভোটে বাছাইকৃত বিশ্বকাপ সেরা একাদশে।
[caption id="attachment_91577" align="aligncenter" width="650"]

সাকিব আল হাসান। ছবি: বিডিক্রিকটাইম
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।[/caption]
বিশ্বকাপ শেষ হয়েছে ১০ দিন আগে। দ্বাদশ আসর শেষ হওয়ায় বিশ্বকাপ নিয়ে উন্মাদনাও কমেছে স্বভাবতই। এরই মধ্যে ক্রিকইনফো প্রকাশ করেছে তাদের পাঠকদের ভোটে নির্বাচিত বিশ্বকাপ একাদশ। সেই একাদশে রয়েছেন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান।





দ্বাদশ বিশ্বকাপে বাংলাদেশ দল আসর শেষ করে পয়েন্ট টেবিলের আটে থেকে। তবে দল ব্যর্থ হলেও উজ্জ্বল ছিলেন সাকিব। বিশ্বকাপের ইতিহাসের সেরা অলরাউন্ড পারফর্ম করে তিনি ছিলেন সেরা খেলোয়াড় হওয়ার দৌড়েও। শেষপর্যন্ত কেন উইলিয়ামসনের কাছে হেরে গেলেও সাকিব বিশ্বকাপের সেরা একাদশে সুযোগ পাচ্ছেন অবলীলায়।
পাঠকরাও তাই সাকিবকে রেখেছেন সেরাদের তালিকায়। এই একাদশের অধিনায়ক উইলিয়ামসন। নিউজিল্যান্ডকে অনেকটা একক প্রচেষ্টায় ফাইনালে তোলা কিউই অধিনায়কের দেশ থেকে আছেন আরও এক ক্রিকেটার। শিরোপাজয়ী
ের তিনজন ক্রিকেটার আছেন একাদশে। সেমিফাইনালে বাদ পড়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ারও তাই। এছাড়া
ের দুজন ক্রিকেটার রয়েছেন ক্রিকইনফোর পাঠকদের বাছাই করা এই একাদশে। একাদশে সাকিবই একমাত্র ক্রিকেটার যিনি সেমিফাইনাল খেলতে পারেননি।





একনজরে ক্রিকইনফোর পাঠকদের ভোটে নির্বাচিত বিশ্বকাপ সেরা একাদশ
জেসন রয়, রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন (অধিনায়ক), সাকিব আল হাসান, বেন স্টোকস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, জফরা আর্চার, লকি ফার্গুসন, জাসপ্রিত বুমরাহ।
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।