প্রাইজমানির চেয়ে শিরোপাই বড় প্রাপ্তি রাসেলের কাছে

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2020-01-18T12:28:34+06:00
আপডেট হয়েছে - 2020-01-18T12:28:34+06:00
বঙ্গবন্ধু বিপিএলের বিশেষ আসরে খুলনা টাইগার্সকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন আন্দ্রে রাসেলের রাজশাহী রয়্যালস। এ আসরে অধিনায়ক হিসেবে পাননি কোন প্রাইজমানি। তবে রাসেলের কাছে প্রাইজমানির চেয়ে শিরোপাটাই বেশি বড় এবং গর্বের।

বিপিএলের এবারের আসরটি বিসিবির অধীনে হবে সেটি আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। ফ্র্যাঞ্চাইজি না থাকাতে অর্থের ছড়াছড়িও কম ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম বার্ষিকী উপলক্ষে বিসিবির এ বিশেষ উদ্যোগ। ফলে আগের আসর গুলোতে ক্রিকেটাররা ভালো কিংবা শিরোপা জিতলে যেমন ফ্র্যাঞ্চাইজি থেকে পুরস্কার থাকত এইবার সেটি ছিল না।
যার ফলে ফাইনালে জয়ী অধিনায়ক ট্রফি বাদে পাওয়ার মতো কিছু নেই। তবে রাসেল এ আসরের টুর্নামেন্ট সেরা ও ফাইনাল সেরা হিসেবে সর্বমোট দুই হাজার ডলার পেয়েছেন। তবে রাজশাহী রয়্যালসের অধিনায়ক জানিয়েছেন আলাদা প্রাইজমানি না পাওয়াতে কোন আক্ষেপ নেই তার। দলের হয়ে শিরোপা জেতাটাই প্রাইজমানির চেয়ে বড় কিছু।
‘”আমি কখনোই এসব টুর্নামেন্টের প্রাইজমানি নিয়ে ভাবি না। এগুলো আসলে অনেকটা বোনাসের মতো। আমার কাছে, টুর্নামেন্টের শিরোপা জেতাটাই সবকিছু। এটা হয়তো এমন শোনাবে যে, আমি টাকা পছন্দ করি না। আমি শুধু নিশ্চিত করতে চাই যে, দলের সবাই যেন ঠিকঠাক থাকে এবং প্রয়োজনের সময় এগিয়ে আসতে পারে। একইসঙ্গে দলের খেলোয়াড়দের বোনাসের ব্যাপারটাও মাথায় রাখতে চেষ্টা করি।”
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
তাকে দলে ভেড়ানোর পর তখনও অধিনায়ক নিশ্চিত করেনি রাজশাহীর টিম ম্যানেজমেন্ট। অধিনায়ক হিসেবে যোগ্য কাউকে তেমন পাচ্ছিল না তারা। তবে সবশেষে অভিজ্ঞতার বিচারে আন্দ্রে রাসেলের কাঁধেই তুলে দেওয়া হয় দলের ভার। টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদানও দেন তিনি। তাই তো তার কাছে এটি বিশেষ কিছু।
“এই শিরোপাটি আমার জন্য একটু বেশি স্পেশাল। কারণ অধিনায়ক হিসেবে এটিই আমার প্রথম শিরোপা। চাপকে জয় করে খেলা, বোলিংয়ের সময় ঠিকঠাক দল চালানো, একইসঙ্গে নিজেকেও ঠিকঠাক ব্যবহার করা, অন্যরকম অনুভূতি।”
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।