ফাহিমের কণ্ঠে মাশরাফি-সাকিবের প্রশংসা

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2018-07-29T21:42:24+06:00
আপডেট হয়েছে - 2018-07-29T21:42:24+06:00
সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে উইন্ডিজের বিপক্ষে
ের দুর্দান্ত জয়ে বড় অবদান ছিল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সহ-অধিনায়ক
ের। ব্যাট হাতে সাকিব প্রতি ম্যাচেই আবির্ভূত হয়েছেন ত্রাতা হয়ে। আর মাশরাফি নিজের দুর্দান্ত বোলিং দিয়ে বারবার কোণঠাসা করেছেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের। দুই ক্রিকেটারের এমন পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেট অঙ্গনের পরিচিত মুখ নাজমুল আবেদিন ফাহিম।

মহিলা দলকে আমূলে বদলে দেওয়া ফাহিমকে মুগ্ধ করেছে সাকিবের স্বভাববিরুদ্ধ ব্যাটিং। প্রথম ওয়ানডেতে দলের স্বার্থে উইকেট কামড়ে পড়ে ছিলেন সাকিব। ঐ ম্যাচ প্রসঙ্গে ফাহিম বলেন,
‘
ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে খেলা খুব একটা সহজ নয়
।
প্রথম ওয়ানডেতে স্পিনিং উইকেট ছিল
।
ওই ম্যাচে সাকিবের মানসিকতা আমাকে মুগ্ধ করেছে
।’
দেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ এই ব্যক্তিত্বের মতে, এই সিরিজের পর সাকিব নিজের খেলা সম্পর্কে ভালো ধারণা পাবেন। তিনি বলেন,
‘
নিজের স্বাভাবিক খেলা না খেলে সে নিজেকে কন্ট্রোল করেছে
,
যা অনেক বড় প্রাপ্তি
।
আমি নিশ্চিত
,
সাকিব এখন নিজের খেলা সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে
।
সে বুঝতে পারবে
,
তার আসলে কীভাবে খেলা উচিত
।’
রোববার সংবাদমাধ্যমের সাথে আলাপকালে ফাহিমের কণ্ঠে ঝরে মাশরাফির প্রশংসাও। তবে ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত ক্রিকেটার টি-২০ ক্রিকেটে না থাকায় আক্ষেপও ঝরল তার কণ্ঠে।
ফাহিম বলেন,
‘
আমার মাঝে মাঝে মনে হয় টি-২০
’
তে যদি মাশরাফি থাকত চারটা ওভারের চমৎকার বোলিং পেয়ে যেতাম
।
মাশরাফি যখন বল করে আমি নিশ্চিন্ত মনে থাকি
।’
মাশরাফিকে দেশের সেরা বোলার আখ্যা দিয়ে তিনি বলেন,
‘
মাশরাফি নিঃসন্দেহে আমাদের সেরা বোলার
।
ওর সেন্স
,
ওর বোলিং বোধ এটা খুব কম মানুষের মধ্যে আছে
।
কারণ অন্যদের যে পেস সেটা কিন্তু মাশরাফির নেই
।’
মাশরাফির আত্মবিশ্বাসই তাকে এনে দিয়েছে সাফল্য, যাতে দলও হচ্ছে লাভবান। ফাহিম বলেন,
‘
ব্যাটসম্যান কী করতে চাইছে সে অনুযায়ী বল করে
।
ও বল করে দেখে না ব্যাটসম্যান কী করল
।
৯০ ভাগ ক্ষেত্রেই ওর হিসেবটা মিলে যায়
।
মারাত্মক আত্মবিশ্বাসী
।
ও পারে বলেই আত্মবিশ্বাস আসে
।’