বাঁহাতি-ডানহাতিতে সমস্যা দেখেন না অপু

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2018-05-23T00:40:43+06:00
আপডেট হয়েছে - 2018-05-23T11:09:12+06:00
১৬ মার্চ ২০১৮, নিদাহাস ট্রফির ষষ্ঠ ম্যাচ। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিতের ম্যাচে কলম্বোয় স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি
। দ্রুত কয়েকটি ব্র্যাকথ্রুর পর বাংলাদেশের বোলিংয়ের সামনে কাঁটা হয়ে দাঁড়ালেন কুশল পেরেরা ও থিসারা পেরেরা।
৪১ রানে পঞ্চম উইকেটের পতনের পরও এদিন শ্রীলঙ্কাকে আলোর পথ দেখায় এই দুই বাঁহাতি ব্যাটসম্যান। তীক্ষ্ণ বোলিংয়ের প্রয়োজনীয়তার বিপরীতে এদিন নাজমুল ইসলাম অপুর হাতে বলই তুলে দেননি অধিনায়ক
।
পরবর্তীতে ব্যাপারটি নিয়ে বিস্তর আলোচনা হয়। জানা যায়, বাঁহাতি বোলারদের বিপক্ষে খুব একটা কার্যকরী হতে পারবেন না বলেই সেদিন বল তুলে দেওয়া হয়নি অপুর হাতে।
সেই নিদাহাস ট্রফির পর লম্বা সময় পেয়েছেন অপু। নিজেকে আরও শাণ দিয়েছেন, অনুশীলনে এখনও ঝরাচ্ছেন ঘাম। এখন পর্যন্ত সাতটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলা এই ক্রিকেটারের অভিমত, ডানহাতি বা বাঁহাতি বোলারে এখন আর কোনো সমস্যা হবে না তার।
সেই সাথে অপু এও জানিয়েছেন, সেদিন বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে দুর্বলতার কারণে বোলিং দেওয়া হয়নি তাকে- এমনটি নয় আসলে। যদিও কেন সেদিন বল করেননি তিনি, জানাননি সেটিও। বাংলাদেশের ২ উইকেটে জয় পাওয়া ঐ মহাকাব্যিক ম্যাচে অপুই ছিলেন টাইগারদের একমাত্র ক্রিকেটার যাকে ব্যাট হাতে নামতে হয়নি। কার্যত তাই ফিল্ডিংই ছিল ঐ ম্যাচে তার একমাত্র ভূমিকা।
ঐ ম্যাচে নিজের বোলিং না করা প্রসঙ্গে মঙ্গলবার সংবাদমাধ্যমকে অপু বলেন,
‘সিনিয়র খেলোয়াড়দের কথা হচ্ছিল। সবাই বলছিলেন, আমাদের যত বাঁহাতি স্পিনার আছে, বাঁ হাতি ব্যাটসম্যানদের বিপক্ষে আমি সবচেয়ে ভালো বোলিং করতে পারি।'
অপু জানান, বাঁহাতি ব্যাটসম্যানদের ঘায়েল করার ক্ষমতা তার আছে, আর আছে সেই ভালো করার আত্মবিশ্বাসও। সেই সাথে জানালেন, যেকোনো ব্যাটসম্যানের বিপক্ষে বল করতে সমস্যা নেই তার,
'আমার সেই আত্মবিশ্বাস আছে, বাঁহাতি ব্যাটসম্যানদের আটকে রাখতে পারি। আশা করি বাঁহাতি হোক বা ডান হাতি ব্যাটসম্যান হোক, আমার সমস্যা হবে না।’
আরও পড়ুনঃ সাকিবদের হারিয়ে ফাইনালে চেন্নাই