বাংলাদেশের মানুষের ভালোবাসায় মুগ্ধ মাসাকাদজা

Afrid Mahmud RifatEditor
প্রকাশিত হয়েছে - 2019-09-27T00:09:36+06:00
আপডেট হয়েছে - 2019-09-27T10:02:56+06:00
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার হ্যামিল্টন মাসাকাদজা। বাংলাদেশের মানুষদের ভালোবাসায় সিক্ত হয়েছেন এ জিম্বাবুয়ের ক্রিকেটার। বিডিক্রিকটাইমের সঙ্গে আলাপকালে এসব নিয়ে কথা বলেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক।

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে কাছের বন্ধু কে? সেটির উত্তর সহজেই বলে দিতে পারবে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। একটা সময় বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়েরই বেশি খেলা পড়ত। আর সেটির সুবাধেই বাংলাদেশের সম্পর্কে বেশ ভালো ধারণা রেখেছে জিম্বাবুয়ের ক্রিকেটাররা। তারা যেমন বাংলাদেশের বিপদের বন্ধু ছিল, বাংলাদেশের ক্রিকেট সমর্থকরাও তাঁদের ফিরিয়ে দেননি।




সদ্য সমাপ্ত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন মাসাকাদজা। বাংলাদেশের বিপক্ষে কম ম্যাচ খেলেননি তিনি। তাই তো তার বিদায়ের বেলায় বাংলাদেশের মানুষও তাকে ওইরকম ভালোবাসা দিয়েছে। আর তাতেই বরাবরের মত মুগ্ধ হয়েছেন তিনি। ধন্যবাদও জানিয়েছেন মাসাকাদজা।
“এটা সত্যি অনেক ভালোলাগে যখন বাংলাদেশের মানুষদের কাছ থেকে যে ভালোবাসাটা পাই আমি। আগেও তারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, এখনও দিয়েছে। অবসরের সিদ্ধান্ত নেওয়ার পর অনেক অনুপ্রেরণামূলক বার্তা ও অনেক শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা পেয়েছি। বাংলাদেশের মানুষ যেভাবে আমাকে ভালোবাসে তা দেখে আমি মুগ্ধ এমনকি যখন আমি বিপরীত দলের হয়ে খেলি তখনও একই পরিমাণ ভালোবাসা পাই।”





বাংলাদেশের মানুষদের আবেগের স্থান ক্রিকেট। সেটি সবাই জানে। এবার জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক মাসাকাদজাও সেটি বললেন।
“বাংলাদেশের মানুষদের ক্রিকেট নিয়ে অনেক আবেগ এবং অনেক ধারণা রয়েছে। প্রতিপক্ষ দলও যখন ভালো করে তখন তারা সেটি উপভোগ করে। আমি সবসময় বাংলাদেশে সময় কাটাতে বেশ উপভোগ করি এবং মানুষ আমাকে যেভাবে গ্রহণ করেছে তাঁদের ধন্যবাদ জানাই।”
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।