বিদায়বেলায় মাশরাফির কাছে মাসাকাদজার চাওয়া

Siam ChowdhuryEditor
প্রকাশিত হয়েছে - 2019-09-21T10:48:38+06:00
আপডেট হয়েছে - 2019-09-21T11:50:44+06:00
মাশরাফি বিন মুর্তজা ও হ্যামিল্টন মাসাকাদজাকে চাইলে এক বিন্দুতে মেলানো যেতে পারে- দুজনই নিজ দলের উত্থান-পতনের চাক্ষুষ সাক্ষী। মাশরাফি ক্যারিয়ারের শেষবেলায় এসে সুদিন দেখতে পেলেও মাসাকাদজার ক্ষেত্রে ঠিক উল্টো। তবে এটুকু নির্দ্বিধায় বলা যেতে পারে- নিজ নিজ দল কিংবা দেশের 'ব্র্যান্ড অ্যাম্বেসেডর' হয়েই আছেন কালজয়ী দুই ক্রিকেটার।
[caption id="attachment_97895" align="aligncenter" width="480"]

হাস্যজ্জ্বল মুহূর্তে মাশরাফির সাথে মাসাকাদজা। ফাইল ছবি
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।[/caption]
মাশরাফি ক্রিকেটকে এখনো আনুষ্ঠানিকভাবে বিদায় না বললেও মাসাকাদজা আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের শুক্রবারের (২০ সেপ্টেম্বর) ম্যাচ দিয়ে খেলোয়াড়ি জীবনের ইতি টেনেছেন। ‘দ্বিতীয় বাড়ি’ বাংলাদেশে বিদায়ী ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাসাকাদজার কণ্ঠে উঠে এল মাশরাফির প্রসঙ্গ। মাশরাফির প্রতি রাখলেন একটি আবদারও- 'সংগ্রামের কথা ছড়িয়ে দাও!'





মাসাকাদজা মনে করেন, চোট-জর্জর ক্যারিয়ারে মাশরাফি যে লড়াই করেছেন তা সবার জানা উচিৎ। তিনি বলেন,
‘
মাশরাফির সঙ্গে একসাথে খেলতে পারা এখানে আমার সবচেয়ে ভালো স্মৃতি। আমার মনে হয়- তার কঠিন সময়ের কথা এখনো মানুষ জানে না। সে কত কষ্ট করে তার ক্যারিয়ার সামলেছে সেটা অনেকেরই এখনো অজানা।’
আর তাই মাশরাফিকে বই লেখার পরামর্শ দিয়ে থাকেন মাসাকাদজা, এবারো নতুন করে তা-ই বললেন। তার ভাষ্য,
‘আমি ওকে সব সময়ই বলি- তোমার উচিৎ নিজেকে নিয়ে বই লেখা। মাশরাফির অভিজ্ঞতা তরুণদের জন্য দারুণ প্রেরণা হতে পারে। আমি নিশ্চিত করে বলতে পারি- ও বাংলাদেশ ক্রিকেটকে যতটুকু দিয়েছে তার সবটুকু মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন।’





মাশরাফির সাথে যে সময়গুলো কাটিয়েছেন, মাসাকাদজার কাছে তা ‘আশীর্বাদ’। তিনি বলেন,
‘ওর সঙ্গে কাটানো মুহুর্তগুলো আমার জীবনের অন্যতম সেরা। এটাকে আমার জন্য আর্শীবাদও বলা যাবে।’
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।