বিপিএলের রান সংগ্রাহকদের তালিকায় দেশিদের জয়জয়কার

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2020-01-18T10:59:32+06:00
আপডেট হয়েছে - 2020-01-18T10:59:32+06:00
বঙ্গবন্ধু বিপিএল শেষ হয়েছে। এবারের আসরের শিরোপা উঠেছে রাজশাহী রয়্যালসের হাতে। টুর্নামেন্টের ইতিহাসের প্রথম বিদেশি অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছেন আন্দ্রে রাসেল। যদিও ব্যাট হাতে এবার দুর্দান্ত ছিলেন বাংলাদেশি ক্রিকেটাররা।

আসরের শীর্ষ ১০ জন রান সংগ্রাহকদের মধ্যে ৭ জনই বাংলাদেশি ক্রিকেটার। অল্পের জন্য শিরোপা হাতছাড়া হলেও খুলনা টাইগার্সের অধিনায়ক
দেশিদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক। শীর্ষ পাঁচে রয়েছেন লিটন দাসও।





এছাড়া দেশিদের মধ্যে শীর্ষ পাঁচে রয়েছেন ইমরুল কায়েস,
,
,
ও মোহাম্মদ মিঠুন।
বিদেশিদের মধ্যে গড় বিবেচনায় শীর্ষ ১০ রান সংগ্রাহকদের তালিকায় রয়েছেন রাইলি রুশো, শোয়েব মালিক ও ডেভিড মালান। এদের মধ্যে রুশো শীর্ষে এবং মালিক ও মালান যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন।





একনজরে বঙ্গবন্ধু বিপিএলের শীর্ষ ১০ রান সংগ্রাহক
নাম/দল | ইনিংস | রান | গড় | সর্বোচ্চ | শতক/অর্ধ-শতক |
১. রাইলি রুশো (খুলনা টাইগার্স) | ১৪ | ৪৯৫ | ৪৫.০০ | ৭১* | ০/৪ |
২. মুশফিকুর রহিম (খুলনা টাইগার্স) | ১৪ | ৪৯১ | ৭০.১৪ | ৯৮* | ০/৪ |
৩. লিটন দাস (রাজশাহী রয়্যালস) | ১৫ | ৪৫৫ | ৩২.৫০ | ৭৫ | ০/৩ |
৪. শোয়েব মালিক (রাজশাহী রয়্যালস) | ১৫ | ৪৫৫ | ৩৭.৯১ | ৮৭ | ০/৩ |
৫. ডেভিড মালান (কুমিল্লা ওয়ারিয়র্স) | ১১ | ৪৪৪ | ৪৯.৩৩ | ১০০* | ১/৩ |
৬. ইমরুল কায়েস (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) | ১৩ | ৪৪২ | ৪৯.১১ | ৬৭* | ০/৪ |
৭. তামিম ইকবাল (ঢাকা প্লাটুন) | ১২ | ৩৯৬ | ৩৯.৬০ | ৭৪ | ০/৩ |
৮. আফিফ হোসেন (রাজশাহী রয়্যালস) | ১৪ | ৩৭০ | ২৬.৪২ | ৭৬ | ০/১ |
৯. নাইম শেখ (রংপুর রেঞ্জার্স) | ১২ | ৩৫৯ | ৩২.৬৩ | ৭৮ | ০/২ |
১০. মোহাম্মদ মিঠুন (সিলেট থান্ডার) | ১২ | ৩৪৯ | ৩৪.৯০ | ৮৪* | ০/২ |
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।