বিশ্বকাপে পাকিস্তানকেই বেশি ভয় গাপটিলের

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2021-10-08T19:37:43+06:00
আপডেট হয়েছে - 2021-10-08T19:38:30+06:00
আগামী ১৭ অক্টোবর ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পাঁচ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টকে রাঙিয়ে দিতে সব দলই মুখিয়ে আছে নিজেদের সেরা প্রস্তুতি নিয়ে। নিউজিল্যান্ডের মারকুটে ওপেনার মার্টিন গাপটিল মনে করেন, আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বেশ কঠিন হতে যাচ্ছে তাদের জন্য।
[caption id="attachment_174807" align="aligncenter" width="1420"]

মার্টিন গাপটিল। ফাইল ছবি[/caption]
আগামী ২৬ অক্টোবর শারজাতে সুপার টুয়েলভে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। গাপটিলের মতে পাকিস্তান দারুণ একটি প্রতিপক্ষ এবং তাদেরকে হারাতে হলে কিউইদেরকে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে।
গাপটিল বলেন, 'তারা বেশ শক্তিশালি প্রতিপক্ষ এবং এরকম কন্ডিশনে তাদের বিপক্ষে ম্যাচটি বেশ কঠিন হতে যাচ্ছে। তাদের বিপক্ষে জয়ের জন্য আমাদেরকে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে এবং কোনোরকম অবহেলা করা যাবে না। অন্য সব ম্যাচের মতই দেখতে হবে এই ম্যাচটাকে।'
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।। পাকিস্তান যাওয়ার পরে নিরাপত্তা নিয়ে হুমকি পাওয়ার জেরে খেলতে রাজি হননি কিউই ক্রিকেটাররা। এ প্রসঙ্গে গাপটিল মনে করেন, সফর সংশ্লিষ্ট সবার জন্যই এটি বেশ হতাশাজনক ছিল। আয়োজকরাও ম্যাচ খেলতে মুখিয়ে ছিল পাশাপাশি কিউইরাও চেয়েছিল বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে। কিন্তু শেষপর্যন্ত কোনোটাই হয়নি।
[caption id="attachment_174808" align="aligncenter" width="780"]

পাকিস্তানকে হালকাভাবে না নেওয়ার পরামর্শ গাপটিলের। ফাইল ছবি[/caption]
তিনি বলেন, 'এটা সবার জন্যই হতাশাজনক ছিল। আমরা সবাই-ই বিশ্বকাপের আগে কিছু ম্যাচ খেলার জন্য মুখিয়ে ছিলাম, কিন্তু শেষপর্যন্ত এটি হয়নি। আমি জানি পাকিস্তানও নিজেদের মাটিতে ক্রিকেট খেলার জন্য অপেক্ষায় ছিল এবং আমি আশা করি পাকিস্তানে আবারও ক্রিকেট খেলা হবে।'
আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী
ের বিপক্ষে, ২৪ অক্টোবর, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।