বিশ্বজয়ের আগে বিশ্বকাপজয়ী স্পেন দলের ছোঁয়া পেয়েছিল বাংলাদেশ

Tariqul IslamEditor
প্রকাশিত হয়েছে - 2020-06-11T12:54:16+06:00
আপডেট হয়েছে - 2020-06-11T12:54:16+06:00
নানান ঘটনা আর অঘটনের ২০২০ সালের শুরুটা নিজেদের করেছিল বাংলাদেশ। চলতি বছরের গোড়ার দিকে প্রথমবারের মত বিশ্বজয়ের স্বাদ পায় অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ খেলতে গিয়ে যেখানে উঠেছিল টাইগার যুবারা, ১০ বছর আগে সেখানেই ঘাটি করেছিল বিশ্বকাপজয়ী স্পেন দল।

আইসিসির আসরগুলোতে তেমনে কোন সাফল্য ছিল না বাংলাদেশের। বয়সভিত্তিক দলের পাশাপাশি হতাশ করছিল জাতীয় দলও। তবে এবার পরিকল্পিত চিন্তাধারায় এগিয়েছিল অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ শুরুর বেশ আগেই সেখানে প্রস্তুতি ক্যাম্প করেছিল আকবর আলীরা।




নিজেদের প্রস্তুত করতে পচেফস্ট্রুমের যে স্পোর্টস কমপ্লেক্সে উঠেছিল অনূর্ধ্ব-১৯ দল, সেই একই জায়গায় ১০ বছর আগে ফুটবল বিশ্বকাপ খেলতে নিজেদের ক্যাম্প করেছিল স্পেন। ২০১০ বিশ্বকাপজয়ী ফুটবল দলের ছোঁয়া পেয়েই বেশ উজ্জীবিত হয়েছিল রাকিবুল হাসান, শাহাদাত হোসেন দীপুরা।
সম্প্রতি
বিডিক্রিকটাইমের
ভিডিও আড্ডায় অতিথি হয়ে এসে দিপু বলেন,
‘আমরা যেদিন ওখানে প্রথম মিটিং রুমে গেলাম, তখন আমাদের স্যার বলছিল এটা কিন্তু চ্যাম্পিয়নদের মিটিং রুম। আমাদেরও চ্যাম্পিয়ন হতে হবে।’





রাকিবুল বলেন
‘আমরা প্রথম যখন ওখানে যায়, ওদের মিটিং রুমটা আমাদের মিটিং রুম ছিল। আমরা পুরো টুর্নামেন্টই ওখানে ছিলাম। কারণ, আমাদের বেশিরভাগ খেলাই পচেফস্ট্রুমে ছিল।’
‘আমরা যখন ওখানে খাবার-দাবার খাইতাম বা কারও জন্মদিন উদযাপনের জন্য কেক কাটা হতো, তখন জায়গাটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করতাম। কারণ স্যাররা আমাদের বলতেন, এটা চ্যাম্পিয়নদের রুম সবসময় পরিষ্কার রাখবা।’
- সাথে যোগ করেন তিনি।
বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের ফুটবলারদের শোবার ঘরে থাকার সৌভাগ্যও হয়েছিল টাইগার যুবাদের। রাকিবুল জানান,
‘ওখানে আমরা যে রুমগুলোতে ছিলাম ওই রুমগুলোতে স্পেনের যে যে খেলোয়াড়রা থাকতো, দরজার সামনে তাদের প্রত্যেকের ছবি ছিল। আমি আর দিপু হুয়ান মাতার রুমে ছিলাম।’
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।