মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে বিস্ফোরক দাবি রবিন উথাপ্পার

বিডিক্রিকটাইম স্টাফ Editor
প্রকাশিত হয়েছে - 2022-04-08T23:51:01+06:00
আপডেট হয়েছে - 2022-04-08T23:58:24+06:00
বোমা ফাটাতে 'ওস্তাদ' রবিন উথাপ্পা। ভারতীয় এই ক্রিকেটার চলমান আইপিএলে খেলছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। এরই ফাঁকে বিস্ফোরক এক দাবি করলেন মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে। উথাপ্পার দাবি, মুম্বাই তাকে দল থেকে তাড়িয়ে দিতে রীতিমত হুমকি দিয়েছিল!
[caption id="attachment_136657" align="aligncenter" width="1301"]

রবিন উথাপ্পা। ফাইল ছবি[/caption]
আইপিএলে মাঠের খেলা বা মাঠের বাইরের সাজানো গোছানো আয়োজনের পেছনেও অনেক কুকীর্তি লুকিয়ে থাকে, এমন অভিযোগ অনেকেরই। তাদের অভিযোগ বা দাবির পক্ষে যেন হাত তুলেছে উথাপ্পার বক্তব্য। ২০০৮ সালে, আইপিএলের শুরুর দিকে মুম্বাইয়ের হয়ে খেলেছিলেন উথাপ্পা। তখন তিনি ফর্মের তুঙ্গে। পরের আসরে তাকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে ট্রান্সফার করা হয়। তবে উথাপ্পা মোটেও ট্রান্সফারের পক্ষে ছিলেন না।
এ সময় মুম্বাইয়ের এক কর্মকর্তা তাকে হুমকি দিয়েছিলেন- ট্রান্সফার চুক্তিতে সই না করলে তাকে একটি ম্যাচও খেলার সুযোগ দেওয়া হবে না। অথচ ট্রান্সফারের ক্ষেত্রে খেলোয়াড়দের সম্মতি বা অনুমতি নেওয়া ছিল বাধ্যতামূলক।
সম্প্রতি রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে উথাপ্পা বলেন,
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।'আইপিএলের ইতিহাসে ট্রান্সফার হওয়া ক্রিকেটারদের মধ্যে আমি ছিলাম। আমি মুম্বাই ইন্ডিয়ান্স থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে গিয়েছিলাম। সঙ্গে মনিশ পাণ্ডে ছিল। জহির খান ভাই আরসিবি থেকে মুম্বাইয়ে এসেছিল। তবে আমার কাছে বিষয়টা অত্যন্ত কঠিন ছিল।'
[caption id="attachment_192659" align="aligncenter" width="800"]

উথাপ্পা এবার আইপিএল খেলছেন চেন্নাইয়ের হয়ে। ফাইল ছবি[/caption]
কেন কঠিন ছিল, সেই কারণ জানিয়ে উথাপ্পা বলেন,
'সে সময় পুরোপুরি মুম্বাইয়ের অনুরাগী ছিলাম। আমি ট্রান্সফার কাগজে সই করতে রাজি হইনি। আমি ওখানেই খেলতে চেয়েছিলাম। কারণ শচীন টেন্ডুলকারের সঙ্গে খেলাটা খুব উপভোগ করতাম। সনাথ জয়াসুরিয়া, শন পোলকও সে সময় মুম্বাইতে ছিলেন।'
তবে হুমকির মুখে দল পাল্টাতে বাধ্য হন উথাপ্পা। তিনি জানান,
'মুম্বাই ইন্ডিয়ান্সের একজন... আমি নাম বলব না। কিন্তু ও বলেছিল- শোনো, তুমি যদি এই ট্রান্সফারের কাগজে সই না কর, তাহলে তুমি মুম্বাইয়ের প্রথম একাদশে জায়গা পাবে না! তাই এই কাগজে সই করে দল বদলে নাও!’
সেই বিষাদে ব্যাঙ্গালোরের হয়ে ভুলে যাওয়ার মত এক আসর কাটিয়েছিলেন উথাপ্পা। ১৩ ইনিংসে করেছিলেন মাত্র ১৭৫ রান!
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।