রায়নার রাজসিক প্রত্যাবর্তনের দিনে কারান ঝড়, ধোনির 'ডাক'

Siam ChowdhuryEditor
প্রকাশিত হয়েছে - 2021-04-10T21:45:31+06:00
আপডেট হয়েছে - 2021-04-10T21:45:31+06:00
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও দিল্লী ক্যাপিটালস। প্রথমে ব্যাট করতে নেমে দিল্লীর বিরুদ্ধে শক্ত পুঁজি দাঁড় করেছে চেন্নাই।
[caption id="attachment_155999" align="aligncenter" width="921"]

প্রত্যাবর্তনের দিনে ব্যাট হাতে ছন্দে ছিলেন রায়না। ছবি : বিসিসিআই
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।[/caption]
শনিবার (১০ এপ্রিল) মুম্বাইয়ে টস জেতেন দিল্লীর অধিনায়ক রিশভ পান্ট। তবে প্রথমে তিনি ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান মহেন্দ্র সিং ধোনির দলকে। দুই ওপেনার রুটুরাজ গাইকোয়াদ ও ফাফ ডু প্লেসিস অবশ্য সাফল্য এনে দিতে পারেননি।
দলকে চাপে ফেলে দুই ওপেনারই দলীয় ৭ রানে সাজঘরে ফেরেন। এরপর দলের হাল ধরেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী ও এক মৌসুম বিরতির পর আইপিএলে ফেরা সুরেশ রায়না। তৃতীয় উইকেটে দুজনে গড়েন ৫৩ রানের পার্টনারশিপ।
ছন্দে থাকা দুজনের জুটি ভেঙে যায় মঈন সাজঘরে ফিরলে। তার আগে ২৪ বলের মোকাবেলায় ৪টি চার ও ২টি ছক্কায় ৩৬ রান আসে মঈনের ব্যাট থেকে। রানের চাকার গতি বাড়ানোর চেষ্টা করেন আম্বাতি রাইডু। তার সমর্থন পেয়ে রায়না তুলে নেন অর্ধশতক।
তবে পঞ্চাশের পরপরই রায়না আউট হয়ে যান। ৩টি চার ও ৪টি ছক্কায় ৩৬ বলে ৫৪ রান করেন গত মৌসুমে আকস্মিক দল ছেড়ে দেশে ফিরে আলোচনার জন্ম দেওয়া এই মারকুটে ব্যাটসম্যান। ১৬ বলে ২৩ রান করে সাজঘরের পথ ধরেন রাইডু। সাতে নেমে ম্লান ছিলেন ধোনি। চেন্নাইয়ের অধিনায়ক ২ বল মোকাবেলা করে কোনো রান করতে পারেননি, সাজঘরে ফেরেন আভেশ খানের বলে বোল্ড হয়ে।
শেষদিকে স্যাম কারান ও রবীন্দ্র জাদেজার মারকুটে ব্যাটিংয়ে ৭ উইকেট হারিয়ে ১৮৮ রানের সংগ্রহ দাঁড় করে চেন্নাই। কারান ১৫ বলে ৩৪ (৪টি চার ও ২টি ছক্কা) রান করে শেষ বলে সাজঘরে ফিরলেও জাদেজা ১৭ বলে ২৬ রান (৪টি চার ও ২টি ছক্কা) করে অপরাজিত থাকেন।
দিল্লীর পক্ষে দুটি উইকেট শিকার করেন আভেশ খান ও ক্রিস ওকস। রবিচন্দ্রন অশ্বিন ৪ ওভারে বিলি করেন ৪৭ রান। টম কারানও বোলিংয়ের কোটা পূর্ণ করেছেন, তবে তিনিও ছিলেন খরুচে। ভাই স্যাম কারানের তোপের মুখে পড়া টম বিলি করেছেন ৪০ রান।
সংক্ষিপ্ত স্কোর
টস : দিল্লী ক্যাপিটালস
চেন্নাই সুপার কিংস : ১৮৮/৭ (২০ ওভার)
রায়না ৫৪, মঈন ৩৬, কারান ৩৪
ওকস ১৮/২, আভেশ ২৩/২,
জয়ের জন্য দিল্লী ক্যাপিটালসের প্রয়োজন ১৮৯ রান।