রিচার্ড স্টোনিয়ারের বাংলার শিক্ষক শরিফুল

Tariqul IslamEditor
প্রকাশিত হয়েছে - 2020-06-11T11:38:03+06:00
আপডেট হয়েছে - 2020-06-11T18:17:49+06:00
বাঙালি নন, এমন কারও মুখ থেকে বাংলা শোনার অভিজ্ঞতা বেশ মজার। সেই মাত্রা আরও বেড়ে যায় ভাঙা ভাঙা ভাবে কেউ বাংলা উচ্চারণ করলে। এদিক দিয়ে সমর্থকদের জনপ্রিয়তার চমরে উঠেছেন রিচার্ড স্টোনিয়ার। তাকে বাংলা শেখাতেন বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের পেসার শরিফুল ইসলাম।

রিচার্ড স্টোনিয়ার বাংলাদেশ যুব দলের ফিটনেস ও কন্ডিশনিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তরুণ ক্রিকেটারদের ফিট রাখতে নানাভাবে উজ্জীবিত করতেন তিনি। অনুশীলন বা ম্যাচের ফাঁকে আচমকা বলে উঠতেন ছোট ছোট বাংলা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়ের পিছনে এই ইংলিশম্যানের ভূমিকা নেহায়েত কম না।




দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশ দলের ম্যাচ থাকলে টিভি ক্যামেরা খুঁজে নিত স্টোনিয়ারকে। কখনো উদ্ভট অঙ্গভঙ্গি, কখনো বাইরে থেকে ক্রিকেটারদের অনুপ্রাণিত করা, আবার কখনো টেনশনে ঠাঁই দাঁড়িতে থাকতেন তিনি।
স্টোনিয়ার টাইগার সমর্থকের কাছে জনপ্রিয় হয়েছেন বাংলায় কথা বলে। যেখানে তাকে নিয়ম করে বাংলা শেখাতেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। তাদের মধ্যে অন্যতম ছিলেন পেসার শরিফুল।





সম্প্রতি
বিডিক্রিকটাইমের
ভিডিও আড্ডায় অতিথি হয়ে এসেছিলেন বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য রাকিবুল হাসান ও শাহাদাত হোসেন দীপু। উপস্থিত ছিলেন স্টোনিয়ারও। সেখানেই মজার এই তথ্য জানান রাকিবুল ও দীপু।
রাকিবুল বলেন, ‘
রিচার্ড ভাই খুব দ্রুত বাংলা শিখে ফেলতো। তবে আমি তাকে বেশি কিছু শেখায়নি। সবথেকে বেশি বাংলা বলা শিখিয়েছে শরিফুল।’
স্টোনিয়ারের বাংলা শেখার আগ্রহের কথা জানান দীপু,
‘আসলে ও প্রতিদিনই কিছু শিখতে চাইতো। সবসময়ই বাংলা শেখার কথা আমাদের বলতো। বিশেষ করে শরিফুল ভাই তো আছেই। শরিফুল ভাই সারাক্ষণ বাংলা শেখাতো ওকে।’
‘শরিফুল ভাইয়ের সাথে রাকিবুল, অরণ্যসহ অনেকেই ছিল। সবার কাছ থেকেই ও কিছু না কিছু শিখতো। আর নতুন কিছু শেখার পর তার রুমে গিয়ে নোট করতো।’
- সাথে যোগ করেন তিনি।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।