রেকর্ড গড়ে নিজভূমে পাকিস্তানের উড়ন্ত সূচনা

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2018-04-02T09:50:36+06:00
আপডেট হয়েছে - 2018-04-02T09:50:36+06:00
এই সিরিজ মাঠে গড়ানো নিয়েও ছিল সংশয়। নিরাপত্তা শঙ্কাকে কারণ হিসেবে দেখিয়ে একটা সময় পাকিস্তান সফরে রাজি ছিলেন না উইন্ডিজের কোনো খেলোয়াড়। শেষমেশ বোনাসের লোভ দেখিয়ে বোর্ডের হস্তক্ষেপে সফরে আসে দলটি।

তবে উইন্ডিজের আলোচিত পাকিস্তান সফরের শুরুটা হল না সুখকর। করাচিতে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে উইন্ডিজকে ১৪৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে পাকিস্তান। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে রানের দিক থেকে এটি দ্বিতীয় বড় জয়ের রেকর্ড।
টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করে পাকিস্তান। টপ ও মিডল অর্ডারের মিলিত অবদানে ছোট ছোট ইনিংসগুলো দলকে এনে দেয় দারুণ সংগ্রহ। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন হুসাইন তালাত। এছাড়া ফখর জামান ৩৯, অধিনায়ক সরফরাজ আহমেদ ৩৮ এবং শোয়েব মালিক অপরাজিত ৩৭ রান করেন।
উইন্ডিজের পক্ষে একটি করে উইকেট শিকার করেন রায়াদ এমরিট, কিমো পল এবং রভম্যান পাওয়েল।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৬ রানে ওপেনার চ্যাডউইক ওয়ালটনকে হারানোর পরই মুখ থুবড়ে পড়ে উইন্ডিজ। একে একে দলটি হারাতে থাকে দলের সব নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে। শেষ পর্যন্ত দলটি মাত্র ৬০ রানেই সবগুলো উইকেট হারায়, মাত্র ১৩.৪ ওভার ব্যাট করে। দলের পক্ষে দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন মাত্র তিনজন।
পাকিস্তানের পক্ষে মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ আমির ও শোয়েব মালিক দুটি করে উইকেট শিকার করেন।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন হুসাইন তালাত।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ২০৩/৫ (২০ ওভার) তালাত ৪১, ফখর ৩৯, সরফরাজ ৩৮, মালিক ৩৭* কিমো ২৬/১, পাওয়েল ৩৪/১
উইন্ডিজ ৬০/১০ (১৩.৪ ওভার) স্যামুয়েলস ১৮, এমরিট ১১, কিমো ১০* আমির ৩/২, মালিক ১৩/২, নেওয়াজ ১৯/২
ফল- পাকিস্তান ১৪৩ রানে জয়ী
ম্যান অব দ্যা ম্যাচ- হুসাইন তালাত