██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

শীঘ্রই আবারো বাংলাদেশ দলের ভারত সফর?

শীঘ্রই আবারো বাংলাদেশ দলের ভারত সফর?

প্রকাশিত হয়েছে - 2017-02-15T01:57:25+06:00

আপডেট হয়েছে - 2017-02-15T02:33:15+06:00

ঐতিহাসিক ভারত সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার দুপুর সোয়া ২টায় বিমানবন্দরে অবতরণ করে টাইগাররা। এ দিন সকাল ৬টায় হায়দরাবাদ থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন মুশফিকরা। সিরিজ শেষে হলেও মুশফিকদের আশা দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে আবারো আমন্ত্রণ জানাবে ভারত।
হায়দ্রাবাদ টেস্ট হতাশ করেনি কোন পক্ষকেই। শেষ দিন গ্যালারিতে বসা ছিল ৯ হাজার ৫২০ জন দর্শক। টেলিভিশনওয়ালারাও হতাশ হননি, ম্যাচ চলেছে পাঁচ দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত। তাহলে কি এবার বাংলাদেশ নিয়মিত ভারতের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে পারবে?
[caption id="attachment_16859" align="aligncenter" width="628"] ভবিষ্যতে ভারত সফরের জন্য খুব বেশি অপেক্ষা করতে হবেনা আশা মুশফিকের।
[/caption]
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
প্রশ্নটির উত্তর কর্তাদের টেবিলে, তবে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রামকৃষ্ণা রাও গতকালও বললেন, 'বাংলাদেশকে এই আতিথেয়তা দিতে পেরে আমরা খুশি। ভবিষ্যতে আবারও এ দলটিকে আমরা এই মাঠে স্বাগত জানাতে চাই।'
ভারতীয় সাংবাদিকরাও অনেকে বলাবলি করছিলেন, এ বছরই ডিসেম্বরে পাকিস্তান আসার কথা ছিল ভারতে, সেটা হয়তো বর্তমান রাজনৈতিক কারণে সম্ভব নয়। ওই সময় বন্ধুপ্রতিম বাংলাদেশ আর শ্রীলংকাকে নিয়ে নাকি একটা ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজনের ভাবনা রয়েছে ভারতীয় বোর্ডের। মুশফিকও চান, যে অভিজ্ঞতা হলো এই একটি টেস্টে, তা থেকে শিক্ষা নিয়ে আর একবার অন্তত এখানে আসতে। ভারত আমন্ত্রণ জানাবে কি-না তা জানা নেই মুশফিকের। তবে গতকাল সংবাদ সম্মেলনে মুশফিক তার ইচ্ছাটি গোপন করেননি।
টেস্ট অধিনায়ক বলেন, 'আমারও ইচ্ছা আমার অবসরের আগে যেন আমি অন্তত আরও একটা টেস্ট ভারতের মাটিতে খেলতে পারি। আমি মনে করি, নাম্বার ওয়ান দলের সঙ্গে খেলতে পেরে অনেক কিছু শিখতে পেরেছি। তারা কীভাবে কাজ করে, কীভাবে অন ও অফ দ্য ফিল্ডে থাকে এবং তারা বোলিং-ব্যাটিং বা ফিল্ডিংয়ে সব কিছু কীভাবে করে, তা কাছ থেকে দেখতে পেরেছি। এসব কিছু আমাদের শেখার জায়গা ছিল। আমরা খুব বেশি খারাপ খেলিনি। আশা করছি যদি ভারত আমন্ত্রণ জানায় আরও ভালো খেলার চেষ্টা করব এখানে এসে।'
তবে মুশফিক জানেন না, পরের সফরের জন্য ঠিক আর কত বছর অপেক্ষা করতে হবে তাকে। কিন্তু তার মতো দেশ বাসী অ বিশ্ব জুড়ে সম্প্রতি তৈরি হওয়া টাইগার ভক্তদের সিরিজ শেষে একটাই এখন থেকে ক্রিকেটে নিয়মিত মুখোমুখি হবে এই দুই প্রতিবেশী দেশ।
এদিকে, দেশে ফিরলেও অবসর পাচ্ছেন না ক্রিকেটাররা। চলতি মাসেই যেতে হবে শ্রীলঙ্কা সফরে। আগামী ২৭ বা ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ। সফরে দু’টি করে টেস্ট ও টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।
তবে দেশে ফেরেননি কয়েকজন ক্রিকেটার। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে ভারত থেকে আরব আমিরাতে উড়ে যাবেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ। এছাড়া কলকাতায় ব্যক্তিগত কাজে কয়েকদিন ভারতে থাকতে পারেন মুশফিকুর রহিমতাইজুল ইসলাম
আরও দেখুন= এবার ধোনি, গিলক্রিস্টদের পাশে মুশফিক
  • মাকসুদুল হক, প্রতিবেদক, বিডিক্রিকটাই্ম
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.