স্পেশালিষ্ট লেগিদের ভিড়ে কুমিল্লায় আছেন সাব্বির

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2019-11-19T13:20:45+06:00
আপডেট হয়েছে - 2019-11-19T13:20:45+06:00
বিপিএলে প্রতি একাদশে অবশ্যই একজন লেগ স্পিনার রাখতে হবে। এমন নিয়ম করে বিসিবি হাস্যরসের জন্ম দিলেও লেগ স্পিনে বাংলাদেশের নাজুক পরিস্থিতিই বাধ্য করেছে এমন সিদ্ধান্ত গ্রহণে।
[caption id="attachment_105670" align="aligncenter" width="700"]

বিপিএলে দল পেয়েছেন দুই দেশি লেগ স্পিনার আফ্রিদি ও বিপ্লব। ফাইল ছবি
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।[/caption]
গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট। ড্রাফটে রংপুর রেঞ্জার্স ছাড়া প্রতিটি দলই অন্তত একজন করে লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছে। যদিও কুমিল্লা ওয়ারিয়র্সে লেগ স্পিনার হিসেবে শোভা পাচ্ছেন যিনি তিনি মূলত ব্যাটসম্যান, স্পেশালিষ্ট কোনো লেগ স্পিনার নন- সাব্বির রহমান।





ঢাকা প্লাটুন আরও একজন দেশি ক্রিকেটার নিতে পারবে। তবে দলটি ইতোমধ্যে দলে ভিড়িয়েছে একজন লেগিকে। তিনি
ের শহীদ আফ্রিদি। অলরাউন্ডার হলেও আফ্রিদির লেগ স্পিনার সত্তাটাই বেশি খ্যাত।
খুলনা টাইগার্সে আছেন সাম্প্রতিক সময়ে আলো ছড়ানো
। আসর শুরুর আগেই কাটিয়ে উঠবেন চোট। জাতীয় দলের বিস্ময়কর এই লেগ স্পিনারও অবশ্য তার ক্রিকেট ক্যারিয়ারে ব্যাটসম্যান সত্তা বহন করেন।





রাজশাহী রয়্যালসে স্পেশালিষ্ট লেগ স্পিনার মিনহাজুল আবেদিন আফ্রিদি। তরুণ এই ক্রিকেটারের সাথে লেগ স্পিনে বল ঘুরাতে পারবেন দেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করা অলোক কাপালি।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে নেই দেশি কোনো লেগ স্পিনার, এমনকি দেশি কোনো ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগও আর নেই। তবে দলে আছেন জিম্বাবুয়ের রায়ান বার্ল, যিনি একজন লেগ স্পিনিং অলরাউন্ডার।
সিলেট থান্ডারেরও আর কোনো দেশি ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগ নেই। তবে শ্রীলঙ্কার জীবন মেন্ডিসকে দলটি ব্যবহার করতে পারবে লেগ স্পিনার কোটায়।
এদিকে রংপুর রেঞ্জার্স প্লেয়ার্স ড্রাফটে খুঁজেছিল রিশাদ হোসেনকে। ড্রাফট তালিকায় খুঁজে না পেয়ে দলের সাথে থাকা হাবিবুল বাশার বিস্মিতও হয়েছিলেন। এই দলটিতে তাই এখন পর্যন্ত কোনো লেগ স্পিনার নেই।
তবে কুমিল্লা ওয়ারিয়র্স লেগ স্পিনারের কোটা পূরণ করেছে অদ্ভুতভাবে। জাতীয় দলের তারকা সাব্বির রহমানকে দলভুক্ত করেছে দলটি, যিনি পার্ট টাইম লেগ স্পিন করতে পারেন। অবশ্য দেশি ক্রিকেটারের কোটায় দুইটি আসন ফাঁকা আছে দলটির।
প্রসঙ্গত, দেশের সাড়া জাগানো লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন, যিনি জাতীয় দলের হয়েও খেলেছেন। পরীক্ষিত এই লেগ স্পিনারকে ড্রাফটে কেউই দলে নেয়নি।
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।