'১৭০' রান নিয়ে ইনিংস ব্যবধানের জয়ে এসেক্সের রেকর্ড

Siam ChowdhuryEditor
প্রকাশিত হয়েছে - 2021-09-23T01:35:42+06:00
আপডেট হয়েছে - 2021-09-23T01:35:42+06:00
কাউন্টি চ্যাম্পিয়নশিপে সবচেয়ে কম সময়ে জয়ের রেকর্ড গড়েছে এসেক্স। দ্বিতীয় বিভাগের চ্যাম্পিয়ন হওয়ার দিনে নর্দাম্পটনশায়ারকে ইনিংস ও ৪৪ রানে হারিয়েছে দলটি।

যদিও ম্যাচের স্কোরকার্ড ও ব্যাপ্তিতে চোখ বুলালে চক্ষু হবে চড়কগাছ। টস ভাগ্য এসেছিল নর্দাম্পটনশায়ারের পক্ষে। টস জিতে ব্যাট করতে নেমে দলটি গুটিয়ে যায় মাত্র ৮১ রানে, ৩৪.৫ ওভারে।
জবাবে খেলতে নেমে এসেক্স ব্যাট করতে পেরেছে ৪৩.২ ওভার। স্কোরও বেশ বড় হয়নি, মাত্র ১৭০। অথচ তাতেই দলটি পেয়ে যায় জয়ের পুঁজি। প্রথম দিনই মাঠে গড়ায় তৃতীয় সেশন। ৫ উইকেটে ২৩ রান নিয়ে নর্দাম্পটন শেষ করে প্রথম দিনের খেলা।
দ্বিতীয় দিনের প্রথম সেশনে মাত্র ৬.৩ ওভার খেলা হতেই নর্দাম্পটনশায়ার অলআউট হয় মাত্র ৪৫ রানে, এই ইনিংসে মোট ব্যাট করেছে ১৮.২ ওভার। এতে এসেক্স পায় ইনিংস ও ৪৪ রানের জয়। কাউন্টির ইতিহাসে এটিই সবচেয়ে কম সময়ে অর্জন করা জয়। এই জয়ে দ্বিতীয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে এসেক্স।

ম্যাচে ৪১ রানের খরচায় পাঁচটি উইকেট শিকার করেন এসেক্সের স্যাম কুক। ক্ষণস্থায়ী ম্যাচটিতে চার সেশনও খেলা হয়নি, সোয়া তিন সেশনেই বের হয়ে আসে ফলাফল।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।