অভিজ্ঞতায় নিজেকে শাহরুখ-জোকোভিচের সাথে তুলনা মালিকের
বিশ্বে ৫০০ টি-টোয়েন্টি ম্যাচ খেলা তৃতীয় ক্রিকেটার শোয়েব মালিক। এখনো ক্রিকেট খেলছেন সমান তালে। এমন অভিজ্ঞতার জন্য নিজেকে ভারতীয় চলচ্চিত্র তারকা শাহরুখ খান এবং সার্বিয়ান টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচের সাথে তুলনা করলেন মালিক।

নিশাত জাহান লিরাEditor
প্রকাশিত হয়েছে - 2023-02-15T09:59:03+06:00
আপডেট হয়েছে - 2023-02-15T09:59:03+06:00
কয়েকদিন আগেই পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে নতুন এক মাইলফলক স্পর্শ করেন শোয়েব মালিক। টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ৫০০ ম্যাচর অনন্য নজির গড়েন তিনি। এখনো ক্রিকেট খেলছেন সমান তালে। এমন অভিজ্ঞতার জন্য নিজেকে ভারতীয় চলচ্চিত্র তারকা শাহরুখ খান এবং সার্বিয়ান টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচের সাথে তুলনা করলেন মালিক।
শোয়েব,শাহরুখ খান
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি মৌসুমে করাচি কিংসের হয়ে খেলছেন পাকিস্তানের এই অভিজ্ঞ ব্যাটার। মঙ্গলবার পেশোয়ার জালমির বিরুদ্ধে মাত্র ৩৪ বলে চারটি বাউন্ডারি এবং দুই ছক্কায় ৫২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন মালিক।
ম্যাচ-পরবর্তী প্রেস কনফারেন্সে একজন সাংবাদিক মালিককে জালমির বিরুদ্ধে তার পারফরম্যান্সের পরে 'ওল্ড ইজ গোল্ড' বলে উল্লেখ করেন। যার উত্তরে মালিক বলেন, "শাহরুখ খান সম্প্রতি একটি সিনেমা করেছিলেন, তাকেও 'ওল্ড ইজ গোল্ড' এর মতো দেখাচ্ছে।"
৪১ বছর বয়সী মালিক বলেন, "আমাদের বয়সের উপর খুব বেশি জোর দেওয়া উচিত নয়। নোভাক জোকোভিচ যদি ৩৬ বছর বয়সে একটি গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেন, তাহলে আমাদের দেখতে হবে যে একজন ব্যক্তি (খেলোয়াড়) একজন তরুণের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে কি না। মাঠে একজন সিনিয়র খেলোয়াড়কে লুকিয়ে না রেখে বা সে ড্রেসিংরুমের পরিবেশ নষ্ট করছে কিনা সেটাও দেখা দরকার।”
"নিয়ম সবার জন্য সমান হওয়া উচিত। বয়স্ক খেলোয়াড়দের জন্য আলাদা নিয়ম থাকা উচিত নয়।”
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।