আইপিএলের প্রতি ম্যাচের সম্প্রচারে ১১৮ কোটি রুপি আয় করবে বিসিসিআই
বেশ আলোচনার জন্ম দিয়ে অবশেষে শেষ হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী ৫ বছরের সম্প্রচার স্বত্বের নিলাম। এবার সব মিলিয়ে সম্প্রচার স্বত্ব থেকে ৪৮ হাজার ৩৯০ কোটি রুপি পাচ্ছে বিসিসিআই।

বিডিক্রিকটাইম স্টাফ Editor
প্রকাশিত হয়েছে - 2022-06-14T20:45:26+06:00
আপডেট হয়েছে - 2022-06-14T20:45:26+06:00
খেলার সারসংক্ষেপ
বেশ আলোচনার জন্ম দিয়ে অবশেষে শেষ হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী ৫ বছরের সম্প্রচার স্বত্বের নিলাম। এবার সব মিলিয়ে সম্প্রচার স্বত্ব থেকে ৪৮ হাজার ৩৯০ কোটি রুপি পাচ্ছে বিসিসিআই। ৫ বছরে মোট ৪১০টি ম্যাচ মাঠে গড়াবে। অর্থাৎ, আইপিএলের একেকটি ম্যাচ থেকে বিসিসিআয় আয় করবে ১১৮ কোটি রুপি, এক বল থেকেই আয় হবে অর্ধলক্ষ রুপির মত!
আইপিএলের একেক ডেলিভারির জন্য বিসিসিআই সম্প্রচার বাবদ আয় করবে অর্ধলক্ষ রুপিরও বেশি। ফাইল ছবি
মঙ্গলবার ২ দিনব্যাপী নিলাম শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ। তিনি জানান, ৫ বছরের জন্য টিভি স্বত্ব পেয়েছে স্টার ইন্ডিয়া, যারা খরচ করবে ২৩ হাজার ৫৭৫ কোটি রুপি। ২৩ হাজার ৭৫৮ হাজার রুপিতে ভারতীয় উপমহাদেশের ডিজিটাল প্লাটফর্মের স্বত্ব কিনেছে ভায়াকম১৮।
এছাড়া নিলামের শেষ দিনে নির্ধারিত হয়েছে নন-এক্সক্লুসিভ ১৮টি ম্যাচের ডিজিটাল স্বত্ব ও বিদেশি সম্প্রচার স্বত্ব। এ বাবদ যথাক্রমে ৩ হাজার ২৫৮ কোটি রুপি ও ১০৫৮ কোটি রুপি পাবে বিসিসিআই। সব মিলিয়ে সম্প্রচার স্বত্ব বাবদ পাঁচ বছরে বিসিসিআই পাবে ৪৮ হাজার ৩৯০ কোটি রুপি।
এর মধ্যে ডিজিটাল স্বত্ব থেকেই আসবে সবচেয়ে বেশি মুনাফা। জয় শাহ এক টুইট বার্তায় লিখেছেন, 'আইপিএলের শুরুর দিন থেকে বৃদ্ধি শব্দটা সমার্থক। আজ ব্র্যান্ড আইপিএলের জন্য ভারতীয় ক্রিকেটের রেড-লেটার ডে। ই-নিলামের মূল্যায়ন দাঁড়িয়েছে ৪৮ হাজার ৩৯০ কোটি টাকা। প্রতি ম্যাচের দামের নিরিখে আইপিএল এখন বিশ্বের মধ্যে দ্বিতীয় দামি লিগ।'
আইপিএল থেকে ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত বিসিসিআই পেয়েছিল ১৬, ৩৪৭, ৫০ কোটি রুপি। এবার সৌরভের বোর্ডের মুনাফা হল ৩ গুণ।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।