আইপিএল : ২০০৮ সালে খেলা যে ক্রিকেটাররা খেলছেন ২০২৫ সালেও

Siam ChowdhuryEditor
প্রকাশিত হয়েছে - 2025-03-21T14:18:44+06:00
আপডেট হয়েছে - 2025-03-21T14:26:48+06:00
চলে এসেছে আইপিএল, চলছে সাত-সতেরোর গল্প। তবে এর মধ্যে একটি বিষয় বিশেষভাবে আলো কেড়েছে সবার। অষ্টাদশী আইপিএলের প্রথম আসরে ছিলেন, এখনও খেলছেন- এমন ক্রিকেটার আছেন গুনে গুনে ৯ জন। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে উঠে আসা এই ৯ ক্রিকেটার কারা, দেখে নেওয়া যাক।
২০০৮ সালে শুরু হয় আইপিএলের প্রথম আসর। সেই আসর খেলেছেন, এমন ৯ জন ক্রিকেটার ২০২৫ সালে শুরু হতে যাওয়া ১৮তম আসরেও রয়েছেন ক্রিকেটার হিসেবে। অনুমিতভাবে একটি নাম মহেন্দ্র সিং ধোনি। আইপিএলে এখন পর্যন্ত খেলেছেন ২৬৪টি ম্যাচ, রান করেছেন ৫ হাজার ২৪৩। চেন্নাই সুপার কিংসের সমর্থক বলা যায় তাকে। দশটি আসরে দলকে নেতৃত্ব দিয়েছেন, পাঁচবারই জিতেছেন শিরোপা। ধোনির মতোই সেই শুরু থেকে এখন অবধি খেলছেন বিরাট কোহলি। এখন পর্যন্ত ২৫২ ম্যাচ খেলে ৮ হাজার ৪ রান আছে তার দখলে। ধোনি মাঝখানে রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে খেললেও কোহলি এখন পর্যন্ত প্রতিটি আসরই খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে।
ধোনির মতোই দুটি দলের হয়ে খেলা হয়েছে রোহিত শর্মার। প্রথম তিনটি আসর ডেকান চার্জার্সের হয়ে খেলার পর রোহিত হয়ে যান মুম্বাই ইন্ডিয়ান্সের পাকা সদস্য। এখন সেই দলের হয়েই খেলছেন, যথারীতি খেলবেন ২০২৫ আইপিএলেও। ২০০৯ সালে ডেকানের হয়ে একটি শিরোপা জেতা রোহিত আরও পাঁচটি শিরোপা জিতেছেন মুম্বাইয়ের হয়ে। তিনি ছাড়া আর কারও নেই ৬টি শিরোপা জয়ের কীর্তি।
মানিশ পাণ্ডের নামটা অবাক করতে পারে। তার আবার শিরোপাও আছে। প্রথম আসরে মুম্বাইয়ের হয়ে খেলার পর পরের দুই আসরে খেলেন বেঙ্গালুরুর হয়ে। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত খেলেন পুনেতে। কলকাতার হয়ে খেলেন বিভিন্ন সময়ে। মাঝখানে খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লী ক্যাপিটালসেও। এবার তিনি খেলবেন কলকাতার হয়ে।
আজিঙ্কা রাহানে, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা- ভারতের অভিজ্ঞ তিন সেনানী প্রথম আইপিএলে তো ছিলেনই এবারো খেলবেন। রাহানে মুম্বাই, রাজস্থান, পুনে, দিল্লী, কলকাতা, চেন্নাইয়ের হয়ে খেলেছেন। অশ্বিন গায়ে জড়িয়েছেন চেন্নাই, পুনে, পাঞ্জাব, দিল্লী, রাজস্থানের জার্সি। জাদেজা রাজস্থান ছাড়াও চেন্নাই, গুজরাট লায়ন্স ও কচি টাস্কার্স কেরালার হয়ে খেলেছেন আইপিএলে।
এখন পর্যন্ত সব আসর খেলা হয়েছে ইশান্ত শর্মার। ১১০ ম্যাচ খেলা এই পেসার এবার খেলবেন গুজরাটের হয়ে। শেষ নামটা অবাক করতে পারে। তিনি স্বপ্নিল সিং। ম্যাচ খেলেছেন মাত্র ১৪টি। ২০০৮ সালে ছিলেন মুম্বাইয়ে। এরপর মাঝে মাঝে দল পেতেন। ছিলেন পাঞ্জাব, লক্ষ্ণৌয়ে। এবার আরসিবির বদৌলতে তিনিও ঢুকে গেছেন প্রথম আসরে খেলা এবং এবারো খেলতে যাওয়া ক্রিকেটারদের অভিজাত তালিকায়।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।