আইসিসির কাছ থেকে বছরের আড়াই মাস ফাঁকা পাচ্ছে আইপিএল
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নেন বিশ্বের নামজাদা সব ক্রিকেটার। তাছাড়া আইপিএলের অন্যরকম আবেদনও আছে ক্রীড়াবিশ্বে। এ কারণে আইপিএল চলাকালে আন্তর্জাতিক ক্রিকেট কার্যত বন্ধ থাকে।

বিডিক্রিকটাইম স্টাফ Editor
প্রকাশিত হয়েছে - 2022-06-15T12:48:19+06:00
আপডেট হয়েছে - 2022-06-15T12:48:19+06:00
খেলার সারসংক্ষেপ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নেন বিশ্বের নামজাদা সব ক্রিকেটার। তাছাড়া আইপিএলের অন্যরকম আবেদনও আছে ক্রীড়াবিশ্বে। এ কারণে আইপিএল চলাকালে আন্তর্জাতিক ক্রিকেট কার্যত বন্ধ থাকে। এতদিন আইপিএলের জন্য দেড় মাস আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান শিথিল থাকত। তবে আগামী বছর থেকে আইপিএল আইসিসির কাছ থেকে আড়াই মাস সময় পাবে।
আইপিএলের ব্যাপ্তি আরও বাড়বে আগামী দিনে। ফাইল ছবি
অর্থাৎ, ১২ মাসের মধ্যে আড়াই মাসই আইসিসি ছেড়ে দেবে আইপিএলের জন্য। এই চমকপ্রদ তথ্য জানিয়েছেন খোদ বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ। এ নিয়ে আইসিসির পাশাপাশি বিভিন্ন বোর্ডের সাথেও আলোচনা করেছে বিসিসিআই।
জয় শাহ বলেন, 'এ বিষয়ে আলোচনা হয়েছে এবং আমি নিশ্চিতভাবে জানাতে পারি যে পরবর্তী বছর থেকে আইপিএলের জন্য আইসিসির দিক থেকে আড়াই মাসের উইন্ডো বরাদ্দ থাকবে। এই উইন্ডো বাড়ানোর কারণ হল- আমরা চাই সেরা আন্তর্জাতিক ক্রিকেটাররা সবাই আইপিএল খেলুক। এ নিয়ে আইসিসির পাশাপাশি বিভিন্ন দেশের বোর্ডের সঙ্গেও কথা হয়েছে।'
২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত ৫টি আসরে মোট ৪১০টি ম্যাচ আয়োজনের লক্ষ্য স্থির করা হয়েছে। প্রতি দুই বছর পরপর বাড়বে ম্যাচের সংখ্যা। আইপিএলের সদ্য সমাপ্ত পঞ্চদশ আসরে মোট ৭৪টি ম্যাচ মাঠে গড়িয়েছে। আগামী দুই মৌসুমেও ৭৪টি করে ম্যাচই মাঠে গড়াবে।
এর পরের দুই মৌসুমে ১০টি করে ম্যাচ বাড়বে। অর্থাৎ, ২০২৫ ও ২০২৬ সালের আইপিএলে অনুষ্ঠিত হবে ৮৪টি করে ম্যাচ। ২০২৭ সালে ম্যাচের সংখ্যা পৌঁছে যেতে পারে শতকের কাছাকাছি। সে বছর ৯৪টি ম্যাচ আয়োজনের ভাবনা রয়েছে।
তবে বিষয়টি বিসিসিআইয়ের চাপ বাড়াবে, এতে দ্বিধা নেই। সেই চাপ সামলাতে ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছেন জয় শাহ। তিনি বলেন, 'পরবর্তী সাইকেলে মোট ৪১০টি ম্যাচ হবে। পরের দুই মৌসুমে ৭৪টি করে ম্যাচ খেলা হবে, তারপরে ৮৪টি এবং ২০২৭ সালে ৯৪টি ম্যাচ আয়োজিত হতে পারে। আমরা বিভিন্ন স্টেক-হোল্ডারদের সঙ্গে কথা বলছি। আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের বিদেশে প্রীতি ম্যাচ খেলার প্রস্তাবও এসেছে। এ নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হচ্ছে আমাদের মধ্যে। তবে এজন্য বিদেশি বোর্ডগুলোর সঙ্গেও আমাদের কথা বলতে হবে, কারণ তাদের খেলোয়াড়দের সূচি জানাটাও দরকার।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।