আন্তর্জাতিক এবং ভারতীয় ক্রিকেটকে বিদায় বলে দিলেন উথাপ্পা
ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার রবিন উথাপ্পা আন্তর্জাতিক এবং ভারতীয় ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আজ (১৪ সেপ্টেম্বর) টুইটারে এই ঘোষণা দেন তিনি। তবে বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলবেন এক সময়ের মারকুটে এই ব্যাটার।

আন্তর্জাতিক এবং ভারতীয় ক্রিকেটকে বিদায় বলে দিলেন উথাপ্পা
রাইসান কবিরEditor
প্রকাশিত হয়েছে - 2022-09-14T20:44:58+06:00
আপডেট হয়েছে - 2022-09-14T20:44:58+06:00
খেলার সারসংক্ষেপ
ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার রবিন উথাপ্পা আন্তর্জাতিক এবং ভারতীয় ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আজ (১৪ সেপ্টেম্বর) টুইটারে এই ঘোষণা দেন তিনি। তবে বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলবেন এক সময়ের মারকুটে এই ব্যাটার।
রবিন উথাপ্পা। ফাইল ছবি
২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় উথাপ্পার। ক্যারিয়ারে ৪৬টি ওয়ানডে এবং ১৩টি টি-টোয়েন্টি ম্যাচে ভারতের হয়ে মাঠে নেমেছেন তিনি। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন উথাপ্পা। আন্তর্জাতিক ক্যারিয়ার খুব বেশি সমৃদ্ধ না হলেও ঘরোয়া ক্রিকেটে বেশ নামডাক ছিল তার। কর্ণাটকের হয়ে ঘরোয়া ক্রিকেটে বেশ কয়েকটি শিরোপা জিতেছেন তিনি। এছাড়া দুইবার পেয়েছেন আইপিএলের শিরোপা জয়ের স্বাদ। ২০১৪ সালের আসরে কলকাতা নাইট রাইডার্স এবং ২০২১ সালের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলের শিরোপা জেতেন তিনি।
আইপিএলের ১৫ মৌসুমে ৬টি দলের হয়ে মাঠে নেমেছেন উথাপ্পা। দলগুলো হচ্ছে- কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, পুনে ওয়ারিয়র্স, মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং রাজস্থান রয়্যালস। আইপিএল ক্যারিয়ারে ২০৫ ম্যাচ খেলে ৪৯৫২ রান করেছেন তিনি। গড় ২৭.৫১, স্ট্রাইকরেটটাও দারুণ, ১৩০.৩৫!
রবিন উথাপ্পা। ফাইল ছবি২০১৪ সালে কলকাতার আইপিএল শিরোপা জয়ের পেছনে বড়
ভূমিকা রাখেন উথাপ্পা। ১৩৮ স্ট্রাইকরেটে ৬৬০ রান করে সেই আসরের সর্বোচ্চ
রানসংগ্রাহক হয়েছিলেন তিনি। এছাড়া ২০১৪-১৫ মৌসুমে কর্ণাটকের হয়ে রঞ্জি ট্রফির
শিরোপা জেতেন উথাপ্পা। ব্যাট হাতে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে দলের শিরোপা জয়ে
রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান।
আন্তর্জাতিক এবং ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিলেও বিদেশি লিগগুলোতে খেলা চালিয়ে যাবেন উথাপ্পা। সর্বশেষ রাজ্য দল কেরালার কাছ থেকে নিয়েছেন এনওসিও। ফলে বাইরের লিগগুলোতে খেলতে আর কোনো বাধা রইলো না উথাপ্পার।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।