আর্চারের দারুণ প্রত্যাবর্তনের সাথে বাটলার বীরত্বে জিতল ইংল্যান্ড

রাইসান কবিরEditor
প্রকাশিত হয়েছে - 2024-05-25T23:41:31+06:00
আপডেট হয়েছে - 2024-05-26T00:29:30+06:00
১ বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে জফরা আর্চার নিলেন ২ উইকেট। সেই সাথে ব্যাট হাতে অধিনায়ক জস বাটলারের ৮৪ রান এবং বাকি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সুবাদে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ের ফলে সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে ইংলিশরা। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
ফিরেই ২ উইকেট তুলেছেন আর্চার। ছবি : গেটি ইমেজস
বার্মিংহামের এজবাস্টনে টসে জিতে আগে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে দেখেশুনে আগাতে থাকেন দুই ইংলিশ ওপেনার ফিল সল্ট এবং জস বাটলার। দুজনের উদ্বোধনী জুটি থেকে আসে ২৫ রান। ৯ বলে ১৩ রান করে সাজঘরে ফিরে যান সল্ট।
তবে বাটলার টিকে ছিলেন। তিনে নামা উইল জ্যাকসকে সাথে নিয়ে এগোতে থাকেন তিনি। পাওয়ারপ্লের ৬ ওভারে সল্টের উইকেট হারিয়ে ৫৩ রান তোলে ইংল্যান্ড। সময়ের সাথে সাথে আগ্রাসী মেজাজে ব্যাট চালিয়েছেন বাটলার। সেই সাথে জ্যাকসও সঙ্গ দিয়েছেন দারুণভাবে। বাটলার-জ্যাকসের কার্যকরী ব্যাটিংয়ে দ্রুত গতিতে রান তুলতে থাকে ইংল্যান্ড।
দুজনের জুটি ভেঙেছে দলের ৯৬ রানের মাথায়। জ্যাকস সাজঘরে ফিরেছেন ২৩ বলে ৩৭ রানের ইনিংস খেলে। বাটলার ফিফটি হাঁকিয়েছে ছুটেছেন। জনি বেয়ারস্টো ক্রিজে নেমে এগোচ্ছিলেন কিছুটা ধীরেসুস্থে। তবে সাবলীল ছিলেন বাটলার। মারকুটে ব্যাটিংয়ে ছুটছিলেন সেঞ্চুরির দিকে।
বেয়ারস্টো আউট হয়েছেন ১৮ বলে ২১ রান করে। শেষ দিকে দলের ইনিংস প্রায় একাই টেনেছেন বাটলার। সেঞ্চুরির সুযোগ থাকলেও তা লুফে নিতে পারেননি। দলের ১৬৪ রানের মাথায় ৫১ বলে ৮৪ রানের ঝলমলে এক ইনিংস খেলে বিদায় নেন বাটলার। শেষ দিকে কমে যায় ইংল্যান্ডের রানের গতি, উইকেটও পড়েছে টপাটপ। শেষ দিকে ৪ বলে ১২ রান করে অপরাজিত ছিলেন জফরা আর্চার, যিনি ১ বছরেরও বেশি সময় পর নেমেছেন আন্তর্জাতিক ম্যাচ খেলতে। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ১৮৩ রানের সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড।
পাকিস্তানের হয়ে ৩ উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি। এছাড়া ২টি করে উইকেট শিকার করেন ইমাদ ওয়াসিম এবং হারিস রউফ।
জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে পাকিস্তান। প্রথম ওভারে ডাক মেরে সাজঘরে ফিরেছেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। আরেক ওপেনার সাইম আইয়ুব আউট হয়েছেন দলের ১৪ রানের মাথায়, খেলেছেন ৭ বলে ২ রানের ইনিংস। দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরেন অধিনায়ক বাবর আজম এবং ফখর জামান। পাওয়ারপ্লের ৬ ওভারে দুই ওপেনারের উইকেট হারিয়ে পাকিস্তান তোলে ৫৫ রান।
বাবর-ফখরের জুটি ভেঙেছে দলের ৬৭ রানের মাথায়। বাবর ২৬ বলে ৩২ রানের ইনিংস খেলে ফিরেছেন সাজঘরে। তবে ফখরের তাণ্ডব চলছিলই। মারকুটে ব্যাটিংয়ে দলের বোর্ডে রান তুলতে থাকেন তিনি। পাকিস্তানের ব্যাটারদের মধ্যে কেবল ফখরই ইংলিশ বোলারদের পরীক্ষা নিতে পেরেছেন। কিন্তু আরেক প্রান্তে শুরু হয়ে গিয়েছিল ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। ক্রিজে টিকতেই পারছিলেন না পাকিস্তানের বাকি ব্যাটাররা।
দুই অঙ্কের কোটা ছোঁয়ার আগেই বিদায় নিয়েছেন শাদাব খান। ১১ বলে ১০ রান করেছেন আজম খান। ইফতিখার আহমেদ কিছুটা ঝলক দেখালেও থেমেছেন ১৭ বলে ২৩ রান করে। দলের ১০০ রানের মাথায় আউট হয়েছেন দারুণ খেলতে থাকা ফখর। ফিফটি ছোঁয়ার সম্ভাবনা থাকলে তা ছুঁতে পারেননি তিনি। ২১ বলে ৪৫ রানের বিস্ফোরক ইনিংস খেলে বিদায় নেন ফখর।
শেষ দিকে লেজের দিকের ব্যাটাররা টেনেছেন পাকিস্তানের ইনিংস। ১৩ বলে ২২ রান করেন ইমাদ ওয়াসিম। ধুঁকতে ধুঁকতে ১৯.২ ওভারে ১৬০ রান তুলে অলআউট হয়ে যায় পাকিস্তান। ২৩ রানে জয়লাভ করে ইংল্যান্ড। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা।
ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন রিস টোপলি। এছাড়া ২টি করে উইকেট তোলেন জফরা আর্চার এবং মঈন আলী। ১টি করে উইকেট শিকার করেন ক্রিস জর্ডান, আদিল রশিদ এবং লিয়াম লিভিংস্টোন।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime
Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।