আসলে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টির উইকেট?
উইকেট কেমন হবে- তা নিয়ে দুই দলের অনুমান সম্পূর্ণ বিপরীতমুখী।

Siam ChowdhuryEditor
প্রকাশিত হয়েছে - 2024-10-06T12:41:46+06:00
আপডেট হয়েছে - 2024-10-06T12:41:46+06:00
একবার নয়, একাধিক প্রশ্নের জবাব দিতে গিয়ে তাওহীদ হৃদয় বললেন, উইকেট হবে স্লো আর লো। অনেকটা মিরপুরের মতো। তবে এর কয়েক ঘণ্টা পর সংবাদ সম্মেলনে এসে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বললেন, উইকেট দেখে ভালোই মনে হচ্ছে, অর্থাৎ স্পোর্টিং উইকেট। আসলে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টির উইকেট?
উইকেটের আচরণের ওপর নির্ভর করছে একাদশ ও কম্বিনেশন। ছবি : বিডিক্রিকটাইম
ভারত-বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি হচ্ছে এমন এক ভেন্যুতে, যা নিয়ে কারও কোনো ধারণা নেই। শচীন টেন্ডুলকার যেদিন ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ২০০ রানের ইনিংস খেললেন, সেদিন এই শহরে হয়েছিল সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। সেই শচীন যুগ পেরিয়ে কোহলি-রোহিতের যুগও একাংশে পেরিয়ে এসেছে ভারতের ক্রিকেট, যতক্ষণে আরও একটা ম্যাচ আয়োজনের দায়িত্ব পেল গোয়ালিয়র।
তবে গোয়ালিয়রের যে ভেন্যুতে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হচ্ছে, সেই শ্রীমন্থ মাধবরাও স্টেডিয়ামে এর আগে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি, হয়নি আইপিএলের কোনো ম্যাচও। স্ট্যাটস অ্যান্ড রেকর্ডসের ঘর শূন্য। তাই এক বিরাট প্রশ্নবোধক সামনে রেখে নামতে হচ্ছে দুই দলকে- আসলে কেমন হবে উইকেট?
ম্যাচের আগের দিন উইকেট নিয়ে দ্বিধা আরও বেড়ে গেল দুই দলের ভিন্নরকম বক্তব্যে। দুপুরে তাওহীদ হৃদয় জানান, উইকেট দেখে স্লো এবং লো মনে হয়েছে। তিনি বলেন, ‘এখানে ২ দিন অনুশীলন করেছি। উইকেট স্লো এবং লো। মাঠকর্মীদের কাছ থেকে যা তথ্য পেলাম… এখানে ঘরোয়া ম্যাচও হয়। উইকেট স্লো হবে মনে হচ্ছে। তবে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব।’
পৃথক এক প্রশ্নের জবাবে হৃদয় বলেন, ‘খেলা শুরু হলে বুঝতে পারব। উইকেট দেখে যতটা বুঝেছি স্লো লো আছে। এমন উইকেটে হাই স্কোরিং কম হয়। আইপিএলও এখানে হয়নি। দেখা যাক।’
তবে সন্ধ্যায় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব সংবাদ সম্মেলনে এসে দেন নতুন ধারণা। তার দাবি, উইকেট স্পোর্টিং। স্লো আর লো মনে হয়নি কোনোভাবেই। তিনি বলেন, ‘দেখে তো ভালোই মনে হচ্ছে, বাকিটা কাল দেখা যাবে। আসলে লো-স্লো লাগেনি আমাদের। অত পার্থক্য মনে হয়নি। তিন দিন অনুশীলন করেছি এখানে। টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো পিচই থাকে। মনে হয়েছে ভালো পিচই আছে।’
শেষপর্যন্ত গোয়ালিয়রের উইকেট গোলকধাঁধার মতো প্রশ্ন সৃষ্টি করেছে। উইকেট বিচার করার ক্ষেত্রে কোন দল সঠিক- বাংলাদেশ নাকি ভারত? তা বোঝা যাবে ম্যাচ শুরু হলে, ম্যাচের গতিবিধি দেখে…
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।