ইংল্যান্ডের ওয়ানডে, টি-২০ স্কোয়াডে নতুন মুখ লেগি জাফের

Azmal Tanjim ShakirEditor
প্রকাশিত হয়েছে - 2024-10-02T23:48:46+06:00
আপডেট হয়েছে - 2024-10-02T23:48:46+06:00
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ওয়ানডে এবং টি-২০ সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ২২ বছর বয়সী ডানহাতি লেগ স্পিনার জাফের চোহান।
ইয়র্কশায়ারের জাফের গত দুই মৌসুম ধরে ভাইটালিটি ব্লাস্ট ও টি-২০ ব্লাস্টের নিয়মিত মুখ। এখন পর্যন্ত ২৩ টি-২০ ম্যাচের ২১ ইনিংস বোলিং করে তিনি নিয়েছেন ২২ উইকেট। ওভারপ্রতি গড়ে রান দিয়েছেন আটের কম এবং বোলিং গড় ২৩,১৮। তবে এখনো লিস্ট এ ক্রিকেট খেলা হয়নি জাফেরের।
ইংল্যান্ডের নেটে বোলিং করে নজরে এসেছিলেন জাফের। এরপর ২০২৩ সালে তাকে দলে নেয় ইয়র্কশায়ার। দুই মৌসুম খেলার পর ডাক আসল জাতীয় দল থেকে।
এছাড়া ইংল্যান্ডের স্কোয়াডে ফিরেছেন জস বাটলার। পায়ের মাংসপেশীতে চোট পাওয়ার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন না বাটলার। বাটলারের পরিবর্তে ঐ সিরিজে নেতৃত্বে দিয়েছিলেন হ্যারি ব্রুক।
ইংল্যান্ডের স্কোয়াডে আপাতত রয়েছে ১৪ ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে পাকিস্তান সফরে গিয়ে তিন টেস্ট খেলবে ইংল্যান্ড। রাওয়ালপিন্ডিতে তৃতীয় টেস্ট শুরু হবে ২৪ অক্টোবর। সেই টেস্টের একাদশ বাছাই হয়ে যাওয়ার পর টেস্ট স্কোয়াড থেকে দুইজন ক্রিকেটার যোগ দিবেন ওয়েস্ট ইন্ডিজ সফরের এ স্কোয়াডে।
৩১ অক্টোবর অ্যান্টিগায় শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজের পর পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ।
ইংল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজ সফরের স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), স্যাম কারান, ফিল সল্ট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ড্যান মুজলে, জেমি ওভারটন, আদিল রশিদ, রিস টপলি, জন টার্নার, জোফরা আর্চার, জ্যাকব বেথেল এবং জাফের চোহান।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।