ইমাদ না খেললে ইমাদের নয়, পাকিস্তানের ক্ষতি : রশিদ লতিফ
ইমাদ ওয়াসিম বিশ্বকাপে দলের সবচেয়ে কার্যকর ক্রিকেটার হতে পারতেন, মনে করেন রশিদ লতিফ।

Siam ChowdhuryEditor
প্রকাশিত হয়েছে - 2023-11-25T23:44:47+06:00
আপডেট হয়েছে - 2023-11-25T23:44:47+06:00
অবসর নেওয়ার পরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বুড়ো আঙুল দেখালেন অবহেলার শিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। ঘরোয়া ক্রিকেট না খেলে বোর্ডের অনাপত্তিপত্র ছাড়াই তিনি যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে, যার জন্য বোর্ডের অনুমতি নেওয়ার প্রয়োজনই বোধ করেননি।
ইমাদকে বেপরোয়া মনে হতেই পারে, তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার এখন যে আর এত বাঁধাধরা নেই তার। পাকিস্তানে শুরু হওয়া ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট ন্যাশনাল টি-২০ কাপে ইমাদের খেলার কথা ইসলামাবাদের হয়ে। তবে এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়ে তিনি খেলতে যাচ্ছেন আবুধাবি টি-টেন লিগে। কেন, তার কারণ ব্যাখ্যা করে দলের কোচ জুনায়েদ খান বলেন, 'ইমাদ মনে করছে এখানে খেলার চেয়ে লিগে খেললে তার ভবিষ্যৎ বেশি ভালো।' আর সেই ভালো ভবিষ্যতের জন্য পিসিবির এনওসির ধারও ধারেননি তিনি।
ইমাদ এখন আর জাতীয় দলের ভাবনায় নেই, তাই হয়ত এনওসি পেয়েও যাবেন। তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফের চাওয়া, ইমাদ যেন অবসরের সিদ্ধান্ত থেকে ফিরে আসেন। তিনি বলেন, ‘ইমাদের আবারো ভাবা উচিৎ। সে পাকিস্তানের সেরা স্পিনার, ব্যাটিংয়েও অবদান রাখতে পারে। বিশ্বকাপের সবচেয়ে কার্যকর ক্রিকেটারই যদি না থাকে, এটা ইমাদের ক্ষতি নয়, পাকিস্তানের ক্ষতি।'
৩৫ ছুঁইছুঁই এই ক্রিকেটার সীমিত ওভারের ক্রিকেটে একসময় পাকিস্তানের নিয়মিত মুখ ছিলেন। পাকিস্তানের হয়ে ৫৫টি ওয়ানডের পাশাপাশি ৬৬টি টি-২০ খেলার অভিজ্ঞতা আছে তার। বল হাতে দুই ফরম্যাটে যথাক্রমে ৪৪ ও ৬৫টি উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৯৮৬ ও ৪৮৬ রান।
কখনও টেস্ট না খেলা এই ক্রিকেটার ২০২০ সালের পর ওয়ানডে দলে সুযোগ না পেলেও এ বছর পর্যন্ত খেলেছেন টি-২০ ফরম্যাটে। অবসরের ঘোষণা জানিয়ে ইমাদ বলেন, 'সাম্প্রতিক সময়ে আমার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনেক ভেবেছি। আমি সিদ্ধান্তে আসতে পেরেছি, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটাই সঠিক সময়। বিগত বছরগুলোতে সমর্থন দেওয়ার জন্য পিসিবিকে ধন্যবাদ জানাতে চাই।'
পাকিস্তানের ক্রিকেটের প্রতি শুভকামনা জানিয়ে এই তারকা আরও বলেন, 'পাকিস্তানকে প্রতিনিধিত্ব করা অনেক সম্মানের। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ১২১ ম্যাচের প্রতিটি আমার জন্য ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো। নতুন কোচ ও লিডারশিপের অধীনে পাকিস্তান ক্রিকেটের জন্য সামনে রোমাঞ্চকর সময় অপেক্ষা করছে। আশা করছি সবাই ভালো করবে।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।