██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

এমন হার ভাষায় প্রকাশ করা কঠিন : বাভুমা

ম্যাচ হেরে প্রচণ্ড হতাশ প্রোটিয়া অধিনায়ক।

এমন হার ভাষায় প্রকাশ করা কঠিন : বাভুমা

এমন হার ভাষায় প্রকাশ করা কঠিন : বাভুমা

প্রকাশিত হয়েছে - 2023-11-17T15:35:34+06:00

আপডেট হয়েছে - 2023-11-17T15:35:34+06:00

বিশ্বকাপে দারুণ ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকার জয়রথ অবশেষে থেমেছে। সেমিফাইনালে লো স্কোরিং থ্রিলারে অস্ট্রেলিয়ার কাছে ৩ উইকেটে হেরেছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ের ফলে ফাইনালে চলে গেছে অজিরা এবং বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে প্রোটিয়ারা। [এখানে কুইজ খেলে জিতে নিন মোবাইল]                         

অজিদের কাছে হার মেনেছে প্রোটিয়ারা। ছবি : গেটি ইমেজস

ম্যাচে আগে ব্যাট করে ২১২ রানের সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে ১০১ রানই এসেছে ডেভিড মিলারের ব্যাট থেকে। জবাব দিতে নেমে অজিরা ভালো শুরু পায়। তবে মাঝের ওভারে অস্ট্রেলিয়ার বেশ কিছু উইকেট তুলে তাদের চাপে ফেলে দেন প্রোটিয়া বোলাররা। তবে শেষমেশ জয়ের হাসি হেসেছে অজিরাই। রোমাঞ্চ ছড়িয়ে ৩ উইকেটের জয়ে ফাইনালের টিকিট কাটে অস্ট্রেলিয়া।

বড় মঞ্চে দক্ষিণ আফ্রিকার ভেঙে পড়া নতুন কিছু নয়। ভালো দল নিয়ে, ফর্মে থেকেও বহুবার বড় মঞ্চে গিয়ে খেই হারিয়েছে প্রোটিয়ারা। দলের সাথে ‘চোকার্স’ তকমাটা তাই লেগে গেছে বহু আগেই। এবারও বিশ্বকাপের মঞ্চে স্বপ্নভঙ্গ হল দক্ষিণ আফ্রিকার। ম্যাচ শেষে হতাশা ঝরেছে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমার কণ্ঠেও। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাভুমা বলেন, ‘(এমন হার) ভাষায় প্রকাশ করা কঠিন। অস্ট্রেলিয়াকে অভিনন্দন। ফাইনালের জন্য তাদেরকে অনেক শুভকামনা। খেলার বিশাল অংশজুড়ে তারা দুর্দান্ত ছিল এবং এই জয় তাদেরই পাওনা ছিল। আমরা লড়াই করে গেছি এখানে আমাদের জাত ফুটে উঠেছে। আমরা যেভাবে শুরু করেছিলাম ব্যাটিং এবং বোলিংয়ে সেটাই আসলে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। আমরা সেখানেই বাজেভাবে হেরে গিয়েছি।’

 

শুরুতেই উইকেট হারানোর প্রসঙ্গে বাভুমা বলেন, ‘এখানে কন্ডিশন এবং তাদের (অস্ট্রেলিয়ার) দারুণ বোলিং আক্রমণের প্রভাব রয়েছে। তারা দুর্দান্ত ছিল। কন্ডিশনের ফায়দা তুলে তারা আমাদের চাপে ফেলে দিয়েছিল।’

 

এছাড়া হেনরিখ ক্লাসেন ফিফটি ছোঁয়ার সামান্য আগে বিদায় নেওয়া প্রসঙ্গে বাভুমা জানান, ‘আসলে তখন আমরা মোমেন্টাম পাচ্ছিলাম। আমরা জানি ইনিংসের শেষ দিকে সে (ক্লাসেন) কতটা বিধ্বংসী হয়ে উঠতে পারে। ডেভিড মিলার দেখিয়েছে সে আসলে কী করতে পারে এবং তার মানসিকতা কেমন।’

 ম্যাচ হেরে হতাশ টেম্বা বাভুমা। ছবি : গেটি ইমেজস

বাভুমার মতে, ‘আমরা আরেকটু ভালো বোলিং করতে চাইতাম, না করতে পারায় অন্য ব্যাটারদের ভালো করা সহজ হয়েছে। শামসি দুর্দান্ত ছিল তবে আমাদের আরও অনেক কিছু ভালোভাবে হওয়া দরকার ছিল। আমাদের কিছু কঠিন সুযোগ ছিল তবে আমরা সেগুলো হারিয়েছি। আরও বেশি সতর্ক থাকতে পারতাম আমরা তবে আমাদের পক্ষেও কিছু না কিছু আসতে হবে। (জেরাল্ড) কোয়েটজি তরুণ হওয়া সত্ত্বেও একজন যোদ্ধা ছিল। এমন দুর্দান্তভাবে বোলিং করা, (স্টিভেন) স্মিথের উইকেট তুলে আমাদের খেলায় ফেরানোর মত কিছু তার জন্য উইকেটে ঘটছিল না। তবে সে ক্র্যাম্পের আগ পর্যন্ত চেষ্টা চালিয়ে গেছে। (কুইন্টন) ডি কক দুর্দান্ত একটি টুর্নামেন্ট কাটিয়েছে। শেষটা হয়ত ভিন্নভাবে করতে চেয়েছিলাম কিন্তু সে আমাদের দল হিসেবে ভালোভাবে লড়াই করার ব্যাপারটি মনে রাখবে। তার সাথে খেলা আমরা বেশ উপভোগ করেছি। দক্ষিণ আফ্রিকাতে সে একজন কিংবদন্তি হয়ে থাকবে।’


বিশ্বকাপের লিগ পর্বে দ্বিতীয় হয়ে সেমিতে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। হেরেছিল শুধু নেদারল্যান্ডস এবং ভারতের কাছে। তবে সেমিতে এসে অজিদের কাছেও মাথা নোয়াতে হল তাদের। বিশ্বকাপের ট্রফিটা তাই অধরাই রয়ে গেল প্রোটিয়াদের কাছে।


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.