কলম্বো পর্বে একাদশে সুযোগ পেতে পারেন হৃদয়

Siam ChowdhuryEditor
প্রকাশিত হয়েছে - 2024-07-10T12:10:29+06:00
আপডেট হয়েছে - 2024-07-10T12:10:29+06:00
এলপিএলের গত আসর স্বপ্নের মতো কেটেছিল তাওহীদ হৃদয়ের। একপর্যায়ে ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। তবে এবার একাদশেই সুযোগ হচ্ছে না। ডাম্বুলা সিক্সার্সের প্রথম দুই ম্যাচের পর থেকে সময় কাটছে বেঞ্চে বসে।
এখন পর্যন্ত মাত্র এক ইনিংস ব্যাট করার সুযোগ হয়েছে হৃদয়ের
তবে দলটির কোচ রঙ্গনা হেরাথ আশ্বাস দিলেন, এলপিএলের কলম্বো পর্বে আবারও একাদশে থাকার সুযোগ আসতে পারে হৃদয়ের। মূলত কম্বিনেশনের কারণেই তিনি আপাতত একাদশে নেই, জানান হেরাথ।
বিডিক্রিকটাইমকে হেরাথ বলেন, 'এক দলে তো মাত্র ৪ জন বিদেশি রাখার সুযোগ আছে। এ কারণে বিকল্প খেলোয়াড়দের কথাও ভাবতে হচ্ছে। কলম্বোয় গেলে সে সম্ভবত একাদশে সুযোগ পাবে।'
আজকের দুই ম্যাচ শেষে এলপিএলে ২ দিনের বিরতি, এরপর শুরু হবে কলম্বো পর্ব। হৃদয়ের সতীর্থ হিসেবে ডাম্বুলায় আরও আছেন মুস্তাফিজুর রহমান। ক্যান্ডি ফ্যালকনসের হয়ে খেলছেন শরিফুল ইসলাম। তাসকিন আহমেদ আছেন কলম্বো স্ট্রাইকার্সে।
বাংলাদেশের সাবেক স্পিন কোচ হেরাথ পুরনো শিষ্যদের পেয়ে প্রায়ই জমিয়ে তুলছেন আড্ডা, 'হ্যাঁ, এলপিএলে শরিফুল, মুস্তাফিজ ও হৃদয়ের সাথে অনেক সময় কাটিয়েছি।'
এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ডাম্বুলা জয় পেয়েছে মাত্র দুটি ম্যাচে। ৪ পয়েন্ট নিয়ে দলটির অবস্থান পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। অবশ্য পাঁচ দলের টুর্নামেন্টে রাউন্ড রবিন লিগ শেষে চারটি দলই পেয়ে যাবে প্লে-অফের টিকিট।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।