কারান-লিভিংস্টোনের ব্যাটে চড়ে ইংল্যান্ডের সিরিজ জয়

Azmal Tanjim ShakirEditor
প্রকাশিত হয়েছে - 2024-11-15T06:46:48+06:00
আপডেট হয়েছে - 2024-11-15T06:46:48+06:00
ইংলিশ পেসার সাকিব মাহমুদের সামনে টপ অর্ডারের অসহায় আত্মসমর্পণের কারণে বড় স্কোর পায়নি ওয়েস্ট ইন্ডিজ। তবে মাঝারি স্কোরেই তারা জয়ের স্বপ্ন দেখে আকিল-মোটির নিয়ন্ত্রিত বোলিংয়ের সুবাদে। তবে সেই স্বপ্নকে সত্যি হতে দেননি স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন। তাদের দারুণ ব্যাটিংয়ে ভর করে দুই ম্যাচ আগেই সিরিজ জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড।
৩৯ রানের কার্যকরী ইনিংস খেলে দলের জয় সহজ করেন লিভিংস্টোন
সেন্ট লুসিয়ায় বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ইংল্যান্ডের এ সিদ্ধান্ত শুরুতেই সঠিক প্রমাণ করে বোলাররা। ইংলিশ পেস বোলারদের তোপের মুখে দাঁড়াতেই পারেননি ওয়েস্ট ইন্ডিজের টপ ও মিডল অর্ডার। পাওয়ারপ্লেতেই ৫ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা।
ইনিংসের প্রথম ওভারেই রান আউট হন শাই হোপ। সিঙ্গেল বের করতে গিয়ে বেথেলের দারুণ থ্রোতে রান আউট হয়ে যান হোপ। এক বাউন্ডারি মেরে হোপ চলে যান সাজঘরে। পরের ওভারেই শুরু হয় সাকিব মাহমুদের অসাধারণ বোলিং। এ পেসারের খাটো লেংথের ডেলিভারিতে জোফরা আর্চারের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন এভিন লুইস। ক্যাচ নেওয়া আর্চার উইকেট শিকারের উৎসবে যোগ দেন পরের ওভারেই। তার অসাধারণ ডেলিভারিতে পুরোপুরি পরাস্ত হন নিকোলাস পুরান, বোল্ড হন ৭ রান করে।
এরপরের ওভারে ফের সাকিবের ছোবল হজম করতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন রোস্টন চেজ। পাওয়ারপ্লের সেস ওভারে সাকিব ফেরান শিমরন হেটমেয়ারকে। এ বামহাতি শর্ট বলে তুলে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন বৃত্তের ভেতরেই। ওয়েস্ট ইন্ডিজের প্রথম পাঁচ ব্যাটসম্যানের কেউ যেতে পারেননি দুই অঙ্কের ঘরে। ৩৭ রানেই ৫ উইকেট হারায় তারা।
দলকে এ খাদ থেকে টেনে আনেন রোভম্যান পাওয়েল আর রোমারিও শেফার্ড। অধিনায়কের মতোই দায়িত্বশীল ইনিংস খেলেন পাওয়েল। তাকে দারুণ সঙ্গ দেন শেফার্ড। ষষ্ঠ উইকেটের জুটিতে ওয়েস্ট ইন্ডিজ যগ করে ৭৩ রান। ২৮ বলে ৩০ রান করে শেফার্ড আউট হলে এ জুটি ভাঙে। ঐ ওভারেই ডাক নিয়ে সাজঘরে ফিরেন গুডাকেশ মোটি। ওভারটনের জোড়া আঘাতে কমে আসে ওয়েস্ট ইন্ডিজের বড় স্কোরের সম্ভাবনা।
৪১ বলে সর্বোচ্চ ৫৪ রান করা পাওয়েলকে নিজের পরের ওভারে তৃতীয় শিকার বানান ওভারটন। ছক্কা হাঁকাতে গিয়ে ধরা পড়েন পাওয়েল। শেষদিকে আলজারি জোসেফের ২১ রানের ইনিংসে ভর করে ১৪৫ রান পর্যন্ত যেতে সক্ষম হয় স্বাগতিকরা।
তবে এ পুঁজি নিয়েও দারুণ লড়াই করে ওয়েস্ট ইন্ডিজ। শুরু থেকেই তারা বেঁধে রাখে ইংল্যান্ডকে। ইনিংসের তৃতীয় ওভারেই আকিল বোল্ড করেন ফিল সল্টকে। এরপর জস বাটলারকেও ফেরান আকিল। পরের ওভারে বেথেলকে সাজঘরে পাঠান জোশেফ। সল্ট, বাটলার, বেথেল- তিনজন আউট হন ৪ রান করে। ৩ উইকেটে ৪২ রান করে পাওয়ারপ্লে শেষ করে ইংল্যান্ড।
চতুর্থ উইকেটে জ্যাকস আর কারান যোগ করেন ৩৮ রান। ৩৩ বলে ৩২ রান করা জ্যাকস হাত খুলে খেলা শুরু করতে গিয়েই আউট হন মোটির বলে। স্যাম কারানের আগ্রাসী ব্যাটিং ম্যাচ ইংল্যান্ডের নাগালেই রাখে। পঞ্চম উইকেটে কারান-লিভিংস্টোন যোগ করেন ৩৯ রান। ২৬ বলে ৪১ রানের কার্যকরী ইনিংস খেলে আউট হন কারান। পরের ওভারেই বিদায় নেন ড্যান মুজলি।
শেষ ১৮ বলে ইংল্যান্ডের প্রয়োজন ২১ রান। আলজারি জোসেফের ওভারে ২ চার আর ১ ছক্কা মেরে সমীকরণ সহজ করে ফেলেন লিভিংস্টোন। পরের ওভারে আকিলের বলে আউট হলেও তাতে আটকে যায়নি ইংল্যান্ডের জয়।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ ১৪৫/৮, ২০ ওভার
পাওয়েল ৫৪, শেফার্ড ৩০, জোসেফ ২১*
সাকিব ৩/১৭, ওভারটন ৩/২০
ইংল্যান্ড ১৪৯/৭, ১৯.২ ওভার
কারান ৪১, লিভিংস্টোন ৩৯, জ্যাকস ৩২
আকিল ৪/২২, মোটি ১/২৭
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।