কুমিল্লার বোলিং সামলে খুলনার '১৬৪' রানের পুঁজি
কুমিল্লার সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে খুলনা।

কুমিল্লার বোলিং সামলে খুলনার '১৬৪' রানের পুঁজি
রাইসান কবিরEditor
প্রকাশিত হয়েছে - 2024-02-14T20:15:14+06:00
আপডেট হয়েছে - 2024-02-14T20:15:14+06:00
Comilla Victorians vs Khulna Tigers
Zahur Ahmed Chowdhury Stadium

Comilla Victorians
168/3 (16.3)

Khulna Tigers
164/8 (20)
Comilla Victorians won by 7 wickets
ম্যান অব দ্য ম্যাচ | Towhid Hridoy (Bangladesh) |
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আগে ব্যাট করে ১৬৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে খুলনা টাইগার্স। খুলনার ফিফটিবিহীন ইনিংসে সর্বোচ্চ ৩৬ রান করেছেন এভিন লুইস। কুমিল্লার সামনে এখন ১৬৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
এমন উদযাপনের সুযোগ প্রায়ই পেয়েছে কুমিল্লা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় খুলনা টাইগার্স। খুলনার হয়ে এদিন ওপেনিংয়ে নামেন অ্যালেক্স হেলস এবং আফিফ হোসেন ধ্রুব। শুরু থেকেই চালিয়ে খেলছিলেন হেলস। অন্য প্রান্তে কিছুটা সংগ্রাম করছিলেন আফিফ। দুজনের উদ্বোধনী জুটিতে রান আসে ৩২। ১৭ বলে ২২ রান করে সাজঘরে ফিরে যান হেলস।
এরপর তিনে নেমে কিছুক্ষণ প্রতিরোধ গড়েন এনামুল হক বিজয়। হেলস আউট হওয়ায় কিছুটা কমে আসে খুলনার রানের গতি। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫২ রান তোলে খুলনা। ১৩ বলে ১৮ রান করে সাজঘরে ফিরে যান বিজয়। দলের বোর্ডে তখন ৬৯ রান। পরের ওভারেই আউট হয়েছেন আফিফ। ধুঁকতে ধুঁকতে ৩৩ বলে ২৯ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি।
এরপর জুটি বাঁধেন এভিন লুইস এবং মাহমুদুল হাসান জয়। সময়ের সাথে সাথে ক্রিজে দারুণভাবে জমে যান দুজন। তাদের সাবলীল ব্যাটিংয়ে চড়ে এগোতে থাকে খুলনার ইনিংস। দুজনের জুটি থেকে রান আসে ৫৭। জয় ১৯ বলে ২৮ রানের কার্যকরী এক ইনিংস খেলে বিদায় নেন। অন্যদিকে লুইস আউট হয়েছেন পরের ওভারে। সাজঘরে ফেরার আগে ২০ বলে ৩৬ রান করেন লুইস।
শেষ দিকে ১১ বলে ২০ রানের ক্যামিও ইনিংস খেলেন ওয়েইন পারনেল। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে খুলনা।
কুমিল্লার হয়ে ২টি করে উইকেট নেন ম্যাথু ফোর্ড এবং মঈন আলী। এছাড়া ১টি করে উইকেট শিকার করেন আলিস আল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।