'ক্রিকেটারদের ফ্রাঞ্চ্যাইজি লিগে খেলতে না দেওয়াই ভারতের ব্যর্থতার কারণ'
রবিন উথাপ্পার মতে অন্য দেশের ক্রিকেটাররা আইপিএলের মাধ্যমে ভারতীয়দের জানার সুযোগ পান।

তাহসিনা জামানEditor
প্রকাশিত হয়েছে - 2023-08-07T15:48:39+06:00
আপডেট হয়েছে - 2023-08-07T17:06:52+06:00
ভারতীয় ক্রিকেটারদের ফ্রাঞ্চ্যাইজি লিগে খেলতে দেওয়া নিয়ে যে কয়েকজন ক্রিকেটার সরব তাদের একজন রবিন উথাপ্পা। গত কয়েক বছর ধরেই এই দাবি নিয়ে বেশ কয়েকবার কথা বলেছেন তিনি। অবসর গ্রহণের পর উথাপ্পা নিজেও খেলছেন ফ্রাঞ্চ্যাইজি লিগগুলোতে। ওয়েস্ট ইন্ডিজের কাছে টানা দুইটি টি-টোয়েন্টি ম্যাচ পরাজয়ের পর ভারতের হারের জন্যও এবার ফ্রাঞ্চ্যাইজি খেলতে না পারাকে দায়ি করলেন উথাপ্পা।
রবিন উথাপ্পা
ভারতীয় ক্রিকেট দল এখন আছে ওয়েস্ট ইন্ডিজে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটি ম্যাচেই হেরেছে ভারত। যদিও রোহিত-কোহলি ছাড়া তরুণ দল নিয়ে খেলছেন হার্দিক পান্ডিয়া। তবে এই পরাজয়ের জন্য বিসিসিআইকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন উথাপ্পা। তার মতে, বিসিসিআই ভারতের ক্রিকেটারদের দেশের বাইরে খেলতে না দেওয়ায় তারা অনেক অভিজ্ঞতা অর্জন থেকে পিছিয়ে রেখেছে।
উথাপ্পা বলেন, "ঠিক আছে, হ্যাঁ, আমি অবশ্যই আইপিএল-এ এক্সপোজার মনে করি। এবং আমি মনে করি এটি একটি কৌশল যা ভারত মিস করে, বিশেষ করে আইসিসি টুর্নামেন্টগুলিতে। কারণ আমরা বিশ্বের অন্য কোনও অংশে অন্য কোনও লিগ খেলি না।"
তিনি আরো বলেন, "এবং আমি মনে করি হ্যাঁ, আইপিএলকে একটি সত্ত্বা হিসাবে রক্ষা করা ভাল, তবে আমি মনে করি আইসিসি ইভেন্টে এটির জন্য আমাদেরকে মূল্য দিতে হচ্ছে। এবং আমি মনে করি যে অন্য দেশের দক্ষ খেলোয়াড়রা আমাদের ভারতীয় বোলারদের বিরুদ্ধে এই সুবিধাটা পাচ্ছে যখন তারা দ্বিপাক্ষিক ও আইসিসি টুর্নামেন্ট খেলে।"
উথাপ্পার মতে অন্য দেশের ক্রিকেটাররা আইপিএলের মাধ্যমে ভারতীয়দের জানার সুযোগ পান। কিন্তু ভারতের ক্রিকেটাররা সেই সুযোগ পান না, "তারা নেটে তাদের বিরুদ্ধে এত বেশি অনুশীলন করেছে এবং ৩, ৪, ৫, ৬ বছর ধরে আইপিএলে তাদের বিরুদ্ধে খেলেছে। সুতরাং তারা ইতিমধ্যেই জানে যে বোলার কী করে, তারা ইতিমধ্যেই জানে ব্যাটাররা কী করে। তাই তাদের কাছে অনেক তথ্য আছে।"
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।