খুলনার বিপক্ষেও অনিশ্চিত মাশরাফি, প্লে-অফে খেলতে পারেন ‘১টি’ ম্যাচ
মাশরাফি যদি ফিট না হয়ে উঠেন তাহলে গত ম্যাচের মতো খুলনা টাইগার্সে বিপক্ষে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে মুশফিকুর রহিমকে।

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-02-06T16:06:29+06:00
আপডেট হয়েছে - 2023-02-06T16:06:29+06:00
নিজেদের শেষ ম্যাচেও অনিশ্চিত সিলেট সিক্সার্সের অধিনায়ক মাশরাফি মুর্তজার। খুলনার বিপক্ষে ফেরার সম্ভবনা খুবই ক্ষীণ বলছেন তুষার ইমরান। তবে অপেক্ষায় রয়েছেন তাঁরা।
চোট-নিয়ে-খুলনার-বিপক্ষে-মাঠ-ছেড়েছেন-মাশরাফি
চোট তো মাশরাফির নিত্যদিনের সঙ্গী। বিগত কয়েক বছরে চোট নিয়েই মাশরাফি ২২ গজে লড়েছেন। তবে এবার তাঁর অবস্থা বেশ ভয়ানক। চোট এতটাই গুরুত্বর হয়ে উঠেছে যে তাঁকে ম্যাচের মাঝপথেই উঠে যেতে হয়েছে।
চোটের কারণে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে পারেনি। এমনকি শঙ্কা রয়েছে আগামী ৮ ফেব্রুয়ারির ম্যাচ নিয়েও। তাঁর সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলেছেন তুষার ইমরান। মাশরাফির ফেরার ইস্যুতে তিনি বলেছেন, এই মুহূর্তে তাঁর পক্ষে বলাটা কঠিন।
“বলাটা কঠিন। ফিজিও যদি অনুমতি দেয়… একদম যে ফিট তেমনটা নয়। কিন্তু মাশরাফি মাঠে থাকা বড় একটা ব্যাপার আমাদের জন্য এবং ক্রিকেটারদের জন্যও। অধিনায়ক হিসেবে সে ফলাফলটাও বের করে আনতে পারে। আমরা আশা করি তাঁকে হয়ত সামনের ম্যাচে পেতে পারি। যদি কালকের ম্যাচে না-ও পাই, কোয়ালিফাই পর্বের কোনো একটা ম্যাচে হয়ত পেলেও পেতে পারি।”
টুর্নামেন্টের শুরুর দিকে ফর্মে ছিলেন মুশফিক। ধীরে ধীরে নিজেকে খুঁজে পেয়েছেন। মুশফিকের রানে ফেরা দলের জন্যই মঙ্গল বয়ে এনেছে। সেই সঙ্গে জাকির, তৌহিদ হৃদয়, শান্ত তো পারফর্ম করছেনই। দলের সাফল্যে এদের ভূমিকা অনেক বললেন তুষার।
“ক্রিকেট খেলা তো… এক-দুটো ম্যাচ হয়ত কলাপ্স করেছি। টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটসম্যানরা কিন্তু বুঝে নিয়েছে কীভাবে খেলতে হয়। মুশফিক, জাকির, হৃদয়, শান্ত- এই চারজনের ওপর আমর নির্ভরশীল। ওরা খুবই দারুণ খেলেছে। আর দুই-তিনটা ম্যাচ বাকি আছে। সেগুলো যদি ভালো খেলতে পারি তাহলে একটা সুযোগ থাকবে।”
গত ম্যাচে মাশরাফির অনুপস্থিতিতে সিলেটকে নেতৃত্ব দিয়েছেন মুশফিক। খুলনার বিপক্ষে মাঠে নামার আগে এখনও দুই দিন সময় রয়েছে। তিনি তার আগে তিনি ফিট হতে না পারেন তাহলে খুলনা টাইগার্সের বিপক্ষেও মুশফিককে নেতৃত্ব দিতে দেখা যাবে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।