চেন্নাইয়ের সঙ্গে জাদেজার সম্পর্কের ইতি!
ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, চেন্নাইয়ের সাথে জাদেজার বিচ্ছেদ প্রায় নিশ্চিত। ২০২২ সালের আইপিএল শেষ করে জাদেজা টিম হোটেল ছাড়ার পর দলের সাথে আর কোনো সংশ্লিষ্টতা নেই তার। এমনকি দলীয় কোনো পক্ষ আর কখনো তার সাথে যোগাযোগও করেনি, জানিয়েছে প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

বিডিক্রিকটাইম স্টাফ Editor
প্রকাশিত হয়েছে - 2022-08-15T20:11:04+06:00
আপডেট হয়েছে - 2022-08-15T20:11:04+06:00
বেশ কয়েক বছর ধরে চেন্নাই সুপার কিংসের নিয়মিত সদস্য রবীন্দ্র জাদেজা। গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আগে জাদেজার হাতে নেতৃত্বের আর্মব্যান্ডও পরিয়ে দিয়েছিল চেন্নাই। তবে আসর চলাকালেই হারান নেতৃত্ব। জাদেজার সাথে চেন্নাইয়ের সেই সুসম্পর্কও এখন আর নেই। এমনকি গুঞ্জন উঠেছে, ইতোমধ্যে সেই সম্পর্কের ইতিও ঘটে গেছে।
চেন্নাইয়ের জার্সিতে আর হয়ত দেখা যাবে না জাদেজাকে। ফাইল ছবি
ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, চেন্নাইয়ের সাথে জাদেজার বিচ্ছেদ প্রায় নিশ্চিত। ২০২২ সালের আইপিএল শেষ করে জাদেজা টিম হোটেল ছাড়ার পর দলের সাথে আর কোনো সংশ্লিষ্টতা নেই তার। এমনকি দলীয় কোনো পক্ষ আর কখনো তার সাথে যোগাযোগও করেনি, জানিয়েছে প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
ইঙ্গিত মিলেছে আরও কয়েকটি। জাদেজা অতীতে চেন্নাই সুপার কিংসকে নিয়ে যত টুইট করেছিলেন, সবই মুছে ফেলেছেন। আইপিএলের ভারতীয় ক্রিকেটাররা চোট পেলেও তা অবহিত করেন ফ্র্যাঞ্চাইজিকে। অথচ জাদেজার চোটের ব্যাপারে কিছুই জানত না চেন্নাই, যখন কিনা নিভৃতে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে গেছেন ব্যাঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে।
চেন্নাই ফ্র্যাঞ্চাইজিও যে জাদেজাকে আর গোণায় ধরছে না, তা-ও স্পষ্ট। মহেন্দ্র সিং ধোনির জন্মদিন উপলক্ষ্যে সতীর্থদের নিয়ে একটি ভিডিও বার্তা বানিয়েছিল চেন্নাই। সেখানে বাকি সবাই থাকলেও ছিলেন না একসময়ের গুরুত্বপূর্ণ সদস্য জাদেজা।
জাদেজার সাথে দলের দ্বন্দ্ব শুরু হয়েছে মূলত অধিনায়কত্ব ইস্যু নিয়ে। টুর্নামেন্ট শুরুর আগে মহেন্দ্র সিং ধোনির আর্মব্যান্ড পরিয়ে দেওয়া হয় জাদেজার হাতে। তবে তার অধীনে দলের পারফরম্যান্স ছিল মলিন। মাঝপথে তাই জাদেজাকে নেতৃত্ব থেকে সরিয়ে আবারও অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় ধোনির কাঁধে। সেই থেকেই চেন্নাই সুপার কিংসের সাথে সম্পর্কে ফাটল জনপ্রিয় এই অলরাউন্ডারের।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।