জিম্বাবুয়ে সিরিজের প্রথম দুই ম্যাচে ভারতের স্কোয়াডে '৩' পরিবর্তন
দলে এসেছেন জিতেশ-সুদর্শন এবং রানা।

জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে '৩' পরিবর্তন
রাইসান কবিরEditor
প্রকাশিত হয়েছে - 2024-07-02T15:48:12+06:00
আপডেট হয়েছে - 2024-07-02T15:48:12+06:00
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াডে ৩টি পরিবর্তন এনেছে ভারত। বিশ্বকাপ খেলতে দলের সাথে থাকা তিন ক্রিকেটার সাঞ্জু স্যামসন, শিভাম দুবে এবং যশস্বী জাইসওয়ালের পরিবর্তে জিতেশ শর্মা, সাই সুদর্শন এবং হার্শিত রানাকে দলে ডেকেছে টিম ইন্ডিয়া।
বিশ্বকাপ জিতেছে ভারত।
বিশ্বকাপ খেলতে ক্যারিবিয়ানে থাকা ভারতীয় দলের সাথে
রয়েছেন স্যামসন-দুবে-জাইসওয়ালরা। কথা ছিল ক্যারিবিয়ান থেকে জিম্বাবুয়ে চলে যাবেন
তারা। তবে বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী ক্যারিবিয়ান থেকে ভারতে ফিরে তারপর
জিম্বাবুয়ে যেতে হবে এই ৩ ক্রিকেটারকে। ফলে সিরিজের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন
না তারা। তাদের বদলি হিসেবে সুদর্শন, জিতেশ এবং রানাকে দলে ডাকা হয়েছে।
সুদর্শন এবং জিতেশের ভারতের হয়ে অভিষেক হয়েছে ২০২৩ সালে। অন্যদিকে রানা প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেলেন। আইপিএলের সর্বশেষ আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১৯ উইকেট শিকার করেন রানা। কলকাতার শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন পেসার রানা।
জিম্বাবুয়ে সিরিজে প্রথমবারের মত ভারতের অধিনায়ক হিসেবে দেখা যাবে শুবমান গিলকে। আগামী ৬ জুলাই মাঠে গড়াবে দুই দলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।
প্রথম দুই টি-টোয়েন্টির জন্য ভারত স্কোয়াড : একনজরে ভারতের স্কোয়াড : শুবমান গিল (অধিনায়ক), রুতুরাজ গাইকোয়াদ, জিতেশ শর্মা, সাই সুদর্শন, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই, হার্শিত রানা, খলিল আহমেদ, আবেশ খান, মুকেশ কুমার, তুষার দেশপান্ডে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের
সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর
থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার
ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং
দিয়ে উৎসাহী করুন।