টি-টোয়েন্টির কারণে হুমকির মুখে ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্ট!
স্কাই স্পোর্টসের ২০২৮ সাল পর্যন্ত চুক্তি স্বাক্ষর করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ১০০ বলে ক্রিকেট টুর্নামেন্টটি স্থগিত হলে ক্ষতির মুখে পড়বে স্কাই।

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-04-29T10:28:53+06:00
আপডেট হয়েছে - 2023-04-29T10:29:30+06:00
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোর জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে মাথায় চিন্তার ভাজ পড়েছে ইসিবির। দ্য হান্ড্রেড টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে ইসিবি আছে শঙ্কায়।
যুক্তরাজ্যের-বাইরে-জনপ্রিয়তা-পায়নি-টুর্নামেন্টটি
২০২১ সালে আট দল নিয়ে নতুন ১০০ বলের নতুন এক টুর্নামেন্ট চালু করেছিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। প্রথম মৌসুমে টুর্নামেন্টকে ঘিরে মানুষের আগ্রহ তৈরি হলেও কেনো জানি এখনও এটির জনপ্রিয়তা বাড়াতে পারেনি ইসিবি।
অন্যদিকে বর্তমানে মানুষের চাহিদার তুঙ্গে রয়েছে টি-টোয়েন্টি ক্রিকেট। আইপিএল যেন বৈশ্বিক টি-টোয়েন্টির চেহারাই পাল্টে দিয়েছে। ইংরেজ দৈনিক ‘মেইল স্পোর্ট’ তাঁদের প্রতিবেদনে লিখেছে দ্য হান্ড্রেড টুর্নামেন্টের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে ইসিবিতে।
টুর্নামেন্টটির চালু করার আগেই স্কাই স্পোর্টসের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি করেছে ইসিবি। প্রতি বছরে যা থেকে ইসিবির আয় ২২০ মিলিয়ন। তবে মেইল স্পোর্ট তাঁদের প্রতিবেদনে এই-ও উল্লেখ করেছে, ২০২৫ সালের আগে টুর্নামেন্ট বন্ধ হওয়ার তেমন সুযোগ নেই।
তবে এটিকে নতুন রূপ দিতে পারে ইসিবি। তবে ন্যাশনাল কাউন্টি দলগুলোকে ১৮টি প্রথম শ্রেনির দলের সঙ্গে যুক্ত করে এটিকে আরও বড় করার চিন্তা করছে। এতে করে প্রতিভাবান ক্রিকেটাররা পেশাদার ক্রিকেটাররা ভালো একটি মঞ্চ পাবে।
এমনটা করতে গেলে টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টটি হবে দুই ভাগে। এই টুর্নামেন্টে উত্তরণ ও অবনমন পদ্ধতি রাখার কথা ভাবছে ইসিবি। তবে এটি চালু করতে গেলে কাউন্টি দলগুলোর অনুমতির প্রয়োজন হবে।
উল্লেখ্য, আইপিএল, বিপিএল, বিগ ব্যাশ, পিএসএল ও সিপিএলের পাশাপাশি বেশ কয়েকটি নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট চালু করেছে ক্রিকেট বোর্ডগুলো। এই তো এ বছর দক্ষিণ আফ্রিকায় চালু হয়েছে নতুন টি-টোয়েন্টি লিগ।
আইএল নামেও নতুন লিগ চালু হয়েছে। সৌদি আরবও টি-টোয়েন্টি টুর্নামেন্ট চালুর কথা ভাবছে। সবমিলিয়ে ২০ ওভারের ফরম্যাটটির গ্রহণযোগ্যতা এতটাই বেড়েছে যে প্রতিটি দেশই নিজেদের চালু রাখতে উঠেপড়ে লেগেছে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেmট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।