ঢাবিতে সংঘাত বন্ধের আহ্বান ঢাবিয়ান হৃদয়ের

Siam ChowdhuryEditor
প্রকাশিত হয়েছে - 2024-07-16T16:01:10+06:00
আপডেট হয়েছে - 2024-07-17T10:18:20+06:00
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে দেশ যখন উত্তাল, তখন অনেকেই সেলেব্রিটিদের আহ্বান করছেন এ বিষয়ে নিজেদের অবস্থান জানানোর। ক্রিকেট অঙ্গনের তেমন কেউ এখনও মুখ না খুললেও অবশেষে সরব হলেন তাওহীদ হৃদয়। জাতীয় দলের তরুণ এই ব্যাটার লঙ্কা প্রিমিয়ার লিগের কারণে এ মুহূর্তে অবস্থান করছেন কলম্বোয়। তবে সুদূর শ্রীলঙ্কায় বসেই হৃদয় আহ্বান জানিয়েছেন সংঘাত বন্ধের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের পক্ষে থাকা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে গেল ১৫ জুলাই সংঘর্ষ হয় ছাত্রলীগ নেতাকর্মীদের। রাতভর পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে কোটা সংস্কার আন্দোলন। সম্প্রতি এতে যোগ দিয়েছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।
হৃদয় এই অস্থিতিশীল পরিস্থিতি দেখে নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, 'সব কিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি। আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি আর রক্তাক্ত না হোক।'
সেলেব্রিটি অঙ্গনের অনেকেই কোটা সংস্কার আন্দোলন নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের হার্ডলাইনে অবস্থানের সমালোচনা করেছেন। সেই তালিকায় আছে আয়মান সাদিক, নিলয় আলমগীর, এলিটা করিমের মতো বিভিন্ন অঙ্গনের ব্যক্তিবর্গের নাম। জাতীয় দলে খেলা ওপেনার মুনিম শাহরিয়ার সংঘাত বন্ধ করে শান্তির আহ্বান জানিয়ে পোস্ট দিলেও পরবর্তীতে তা মুছে ফেলেছেন।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।