নতুন সাইনিং বরিশালের, বিপত্তি বাঁধছে সাংঘর্ষিক সূচিতে
![নতুন সাইনিং বরিশালের, বিপত্তি বাঁধছে সাংঘর্ষিক সূচিতে](/images/feature-image.png)
Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2025-01-30T11:34:18+06:00
আপডেট হয়েছে - 2025-01-30T11:34:18+06:00
বিপিএলের প্লে-অফকে সামনে রেখে দলগুলো স্কোয়াডে ভেড়াচ্ছে নতুন ক্রিকেটার। ফরচুন বরিশালও হাঁটছে সেই পথে। ইতোমধ্যে এক কিউই পেসারের সাথে চুক্তি হয়েছে। কথাবার্তা চলছে আরও ক'জনের সাথে। যদিও তারা এমন এক সময়ে বাংলাদেশে আসবেন, প্রথম কোয়ালিফায়ারে পাওয়া নিয়ে আছে সংশয়।
প্লে-অফের আগে কিউই পেসার অ্যাডাম মিলনেকে দলে ভিড়িয়েছে বরিশাল। আলোচনা চলছে আরও কয়েকজন বিদেশি ক্রিকেটারকে নিয়ে। তবে প্রথম কোয়ালিফায়ারে তাদের পাওয়া যাবে কিনা তা নিশ্চিত নয়।
ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল বলেন, 'আমরা একটা সাইনিং করেছি। অ্যাডাম মিলনে, ফাস্ট বোলার নিউজিল্যান্ড থেকে। ১-২ জনের সাথে কথা বলছে। সমস্যা হলো ওরা যেদিন ফ্রি হবে আসতে আসতে ৩ তারিখ বিকাল পাঁচটা বেজে যাবে। এদিক থেকে একটু চ্যালেঞ্জ। তবে আমি ব্যক্তিগতভাবে সেটআপ পরিবর্তনের পক্ষে নই। দল ভালো খেলছে। যে জায়গায় শক্তি বাড়ানো দরকার তাই করব। দলে বড় কোনো পরিবর্তন দেখবেন না।'
বিপিএলে পারিশ্রমিক পাওয়া নিয়ে বিতর্কের কারণে বিদেশি ক্রিকেটার দলে টানতে অসুবিধার সম্মুখীন হন কি না, এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, 'আমি এডভান্টেজ পেয়ে যাই কারণ গত ৪-৫ বছর ধরে ফরচুন বরিশাল এসব দিক থেকে খুবই ভালো। এখন পর্যন্ত সব ঠিক আছে। ওদেরও বিশ্বাস হয়ে যায়, অন্য যারা খেলে যায় ওরাও কথাবার্তা বলে। এই টুর্নামেন্ট অনেক উন্নতি করতে পারবে। যে পরিমাণ দর্শক এবার আসল, গত ২-৩ মৌসুমে দেখিনি। কাজগুলো ঠিকঠাক করলে, সঠিক মানুষ বেছে নিলে এই টুর্নামেন্টের অনেক সম্ভাবনা আছে।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।