নামিবিয়ার বোলিং তোপে বিধ্বস্ত ওমান

Azmal Tanjim ShakirEditor
প্রকাশিত হয়েছে - 2024-06-03T08:32:15+06:00
আপডেট হয়েছে - 2024-06-03T08:32:15+06:00
Namibia vs Oman
Kensington Oval, Bridgetown

Namibia
109/6 (20) 21/0 (1)

Oman
109/10 (19.4) 10/1 (1)
Namibia won by superover
ম্যান অব দ্য ম্যাচ | David Wiese (South Africa) |
নামিবিয়ার পেসারদের সামনে যেন দাঁড়াতেই পারল না ওমান। ডেভিড ভিসা আর রুবেন ট্রাম্পলম্যানের বোলিং তোপে পড়ে মাত্র ১০৯ রানেই অলআউট হয়ে গিয়েছে তারা।
ব্রিজটাউনে 'বি' গ্রুপের ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় নামিবিয়া। ইনিংসের প্রথম ওভারেই ওমানের শিবিরে আঘাত হানেন ট্রাম্পলম্যান। ওমানের ওপেনার কাশ্যপ প্রজাপতিকে দারুণ এক ডেলিভারিতে এলবিডব্লিউ করেন তিনি। পরের বলে তার অসাধারণ এক সুইঙ্গিং ইয়র্কারের সামনে অসহায় হয়ে যান অধিনায়ক আকিব ইলিয়াস। তিনিও এলবিডব্লিউ হয়ে ফিরে যান সাজঘরে।
রানের খাতা খোলার আগেই ২ উইকেট হারিয়ে ফেলে ওমান। নিজের পরের ওভারে এসে ফের ট্রাম্পলম্যান জ্বলে ওঠেন। তার বাউন্সে তুলে মারতে গিয়ে নাসিম খুশি ক্যাচ তুলে দেন জেরার্ড এরাসমাসের হাতে।
চতুর্থ উইকেটে জিশান মাকসুদ এবং খালিদ কাইল যোগ করেন ২৭ রান। অভিজ্ঞ জিশান বামহাতি স্পিনার বার্নার্ড শল্টজের শিকার হন দলীয় ৩৭ রানের মাথায়। এরপর আয়ান খানকে সাথে নিয়ে আরো ৩১ রান যোগ করেন খালিদ। তবে রানের গতি ছিল নামিবিয়ার বোলারদের নিয়ন্ত্রণে।
২১ বলে ১৫ রান করা আয়ান দলের রানের গতি বাড়াতে খোলস থেকে বেরিয়ে আসতে চান। কিন্তু তার চেষ্টা সফল হয়নি। এরাসমাসের বলে ক্যাচ তুলে দেন লং অফে থাকা ফ্রাইলিঙ্কের হাতে। এরপর নাদিমকেও লেগ বিফোরের ফাঁদে ফেলেন এরাসমাস। ৭৮ রানে ৬ উইকেট হারায় ওমান।
ওমানের লোয়ার অর্ডারকে গুঁড়িয়ে দেন ভিসা আর ট্রাম্পলম্যান। ১৮তম ওভারে জোড়া সাফল্য পান ভিসা। প্রথমে ফেরান এক প্রান্ত আগলে ৩৪ রান করা খালিদকে। এক বল পরেই এলবিডব্লিউ করেন মেহরান খানকে। পরের ওভারে ট্রাম্পলম্যান নিজের চতুর্থ উইকেট পান কালিমুল্লাহকে এলবিডব্লিউ করার মাধ্যমে। শাকিল আহমেদকে ফিরিয়ে ওমানের ইনিংসের ইতি টানেন ভিসা।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।