'নাসিম বিশ্বকাপ খেলতে না পারার জন্য দায়ী পিসিবি'
নাসিম খেলতে না পারার পিছনে পিসিবিকে দায়ী করেছেন সাবেক পাকিস্তানি তারকা মঈন খান।

মঈনের বিস্ফোরক মন্তব্য
তালহা তানীমEditor
প্রকাশিত হয়েছে - 2023-09-29T23:21:15+06:00
আপডেট হয়েছে - 2023-09-29T23:22:58+06:00
আসন্ন ওয়ানডে বিশ্বকাপ খেলতে বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান দল এখন ভারতে। তবে ১৫ জনের স্কোয়াডে ইঞ্জুরির কারণে নেই তাদের তরুণ তারকা পেসার নাসিম শাহ। এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচে বোলিংয়ের সময় কাঁধে চোট পান তিনি।
বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন নাসিম
চোট তাকে প্রথমে এশিয়া কাপ থেকে ছিটকে দিলেও পরে ছিটকে গেছেন বিশ্বকাপ থেকেও। নাসিমের ইঞ্জুরিকে সেভাবে গুরুত্ব না দেওয়ার ফল নাকি ভুগতে হচ্ছে পাকিস্তানকে- এমন দাবি করেছেন সাবেক পাকিস্তানি তারকা মঈন খান।
যদিও অধিনায়ক বাবর আজম জানিয়েছিলেন, বিশ্বকাপের শেষ দিকে নাসিমকে পাওয়া যাবে। কিন্তু পাকিস্তান দলের জন্য বড় দুঃসংবাদ নিয়ে আসে তার কাঁধের স্ক্যান রিপোর্ট। সেই স্ক্যান রিপোর্ট হাতে আসার পর জানা যায়, তরুণ এই ফাস্ট বোলারের চোট প্রাথমিক অনুমানের চেয়েও গুরুতর। ৬ মাসের মতো মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।
পাকিস্তানের পেস বোলিংয়ের সুনাম বিশ্বজুড়ে। শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ- পাকিস্তান দলের পেসার ত্রয়ী বিশ্বের যে কোনও ব্যাটারের কাছেই ত্রাস। তবে এর মধ্যে খেলতে পারছেন নাসিম। তার বিকল্প হিসেবে আরেক পেসার হাসান আলীকে নিয়েছে পাকিস্তান।
পাকিস্তানি সাবেক ক্রিকেটার মঈন খান মেডিকেল টিমকে সরাসরি দায়ী করে প্রশ্ন তুলেছেন তাদের দায়িত্বজ্ঞান নিয়েও। নাসিমের সমস্যা আগে থেকেই ছিল দাবি করেন মঈন বলেছেন এটা চূড়ান্ত অপেশাদারিত্বের নমুনা। ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন,
‘নাসিমের চোট পাকিস্তান দলের কাছে অত্যন্ত খারাপ একটা ঘটনা। আর এই খারাপ ঘটনার সম্পূর্ণ দায় জাতীয় দলের মেডিকেল টিমের। তাদের দায়িত্বজ্ঞানহীনতার জন্য এই সমস্যায় পড়তে হয়েছে। নাসিম ওর চোটের বিষয়ে বারবার জানিয়েছে মেডিকেল দলকে। ওরা গ্রাহ্য করেনি।'
'৩-৪ মাস আগেই নাসিম ওর সমস্যার কথা জানিয়েছিল। তার পরেও কী ভাবে ওকে নিয়মিত খেলানো হল, আমার তো সেটাই মাথায় ঢুকছে না। চূড়ান্ত অপেশাদারিত্বের নমুনা যাকে বলে। একজন ক্রিকেটার কখনও চায় না, দল থেকে বাদ পড়তে। কিন্তু ও যখন বারবার ওর চোটের কথা জানিয়েছে, তখন আরও বেশি সতর্ক, সজাগ হওয়া উচিত ছিল।’
পাশাপাশি মঈন আরো জানিয়েছেন, নাসিমের সব থেকে ভালো বিকল্প হাসান আলি। হাসানকে নেওয়ার ব্যাখ্যায় তার অভিজ্ঞতার কথা সামনে এনেছিলেন পিসিবির প্রধান নির্বাচক ইনজামাম ইল হক। মঈনের মতে,
‘আমার মতে পিসিবির কর্তাদের উচিত মেডিকেল দলকে জবাবদিহিতা করা। কেন তাদের কারণে বিশ্বকাপে নাসিমের মত একজন বোলারকে পাওয়া যাবে না। তার উত্তর তাদের দেওয়া উচিত। নাসিম অনবদ্য বোলিং করছিল। ওকে হারানোটা পাকিস্তান দলের জন্য বিরাট ক্ষতি। আর সেই কারণেই এই মুহূর্তে আমাদের বিশ্বকাপ দলে যুক্ত হয়েছেন হাসান আলি। হাসান খুব অভিজ্ঞ একজন ক্রিকেটার। প্রায় একই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে ও। আমি মনে করি, নাসিমের পরিবর্তে তাই হাসানকে নেওয়ার সিদ্ধান্তটা যুক্তিযুক্ত এবং একেবারে সঠিক।’
পাকিস্তানকে সেমিফাইনালে দেখছেন মঈন। তার চোখে সেরা চার দল ভারত,পাকিস্তান, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
উল্লেখ্য, এবারের বিশ্বকাপ শুরু হচ্ছে ৫ অক্টোবর। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার আপ নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে রাউন্ড রবিন লিগ ফরম্যাটের এই টুর্নামেন্ট। পাকিস্তান তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ৬ অক্টোবর। প্রথম ম্যাচে হায়দরাবাদে তাদের প্রতিপক্ষ বাছাইপর্ব পেরিয়ে আসা নেদারল্যান্ডস। আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদে দেড় মাসব্যাপী এই বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।