নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের দল ঘোষণা আফগানদের, নেই রশিদ
রশিদ খানকে টেস্টের প্রাথমিক স্কোয়াডে রাখেনি আফগানিস্তান

তালহা তানীমEditor
প্রকাশিত হয়েছে - 2024-08-27T12:31:08+06:00
আপডেট হয়েছে - 2024-08-27T12:31:59+06:00
আসন্ন সেপ্টেম্বর মাসে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে আফগানিস্তান। একমাত্র টেস্টের জন্য ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আফগানিস্তান। দলে রাখায় হয়নি তারকা অলরাউন্ডার রশিদ খানকে। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রাথমিক দল ঘোষণা করেছে আফগানিস্তান
ভারতের গ্রেটার নয়দায় আগামী ৯-১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি। চোটের কারণে দলে নেই রশিদ খান। গত ১২ আগস্ট হ্যামস্ট্রিং চোটে পড়ে দ্যা হান্ড্রেড থেকে ছিটকে যান রশিদ। সেই চোটের কারণেই টেস্ট দলে নেই এই তারকা।
এ নিয়ে এসিবির মুখপাত্র সৈয়দ নাসিম সাদাত বলেছেন, " রশিদ কদিন আগে চোটে পড়েছে। তাঁকে তিন থেকে চার সপ্তাহ বিশ্রাম দেওয়া হয়েছিল। যদিও সে পাকিজা টি-টোয়েন্টি লিগে(ঘরোয়া টুর্নামেন্ট) বেশ কিছু ম্যাচ খেলেছে। তবে দীর্ঘ সংস্করণে খেলার ধকল সামলানোর মতো ফিট নয় সে।"
এই টেস্টে আফগানদের নেতৃত্ব দেবেন হাশমতউল্লাহ শহীদি। উইকেটরক্ষক হিসেবে আছেন ইকরাম আলি খিল ও আফসার জাজাই। দলে আছেন ইব্রাহিম জাদরান, রহমত শাহ, গুলবাদিন নাইবের মতো নিয়মিত মুখরা। টেস্টে ডাক পেয়েছেন অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই।
২০ সদস্যের প্রাথমিক দল ভারতের উদ্দেশ্যে রওনা দেবে ২৮ আগস্ট। তারপর গ্রেটার নয়ডায় এক সপ্তাহের প্রস্তুতিমূলক ক্যাম্প করবে।
আফগানিস্তান টেস্ট স্কোয়াড: হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রিয়াজ হাসান, আব্দুল মালিক, রহমত শাহ, বাহির শাহ, ইব্রাহিম জাদরান, জিয়াউররহমান আকবর, ইকরাম আলি খিল, আজমতউল্লাহ ওমরজাই, আফজার জাজাই, গুলবাদিন নাইব, শহীদুল্লাহ কামাল, নাভিদ জাদরান, শামসুররহমান, কাইস আহমেদ, জহির খান, ফরিদ আহমেদ মালিক, খলিল আহমেদ, ইয়ামা আরব, নিজাত মাসুদ।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।