পদত্যাগ সাউদির, কিউইদের টেস্ট অধিনায়ক ল্যাথাম

Siam ChowdhuryEditor
প্রকাশিত হয়েছে - 2024-10-02T13:11:11+06:00
আপডেট হয়েছে - 2024-10-02T13:52:13+06:00
শ্রীলঙ্কার বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার গ্লানি বেশি দূর টেনে নিতে পারলেন না টিম সাউদি। নিউজিল্যান্ডের এই পেসার টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। ভারত সফরে টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।
কেন উইলিয়ামসন টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে দলকে শিরোপা এনে দিলেও দ্বিতীয় চক্রে ছিলেন মলিন। তিনি নেতৃত্ব ছাড়লে দায়িত্ব দেওয়া হয় সাউদিকে। তার অধীনে দল খেলেছে ১৪টি টেস্ট। জিতেছেন ৬টি, হেরেছেন ৬টি, ড্র হয়েছে দুটি।
সে হিসেবে ব্যর্থতার পাল্লা তেমন ভারি না হলেও শেষ চার টেস্টের হার প্রশ্নের মুখে ফেলে ল্যাথামের নেতৃত্বকে। বিশেষ করে শ্রীলঙ্কার কাছে গলে দুই টেস্টে হোয়াইটওয়াশ হলে ৩৫ বছর বয়সী পেসার নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন।
সাউদি বলেন, 'কোনো সংস্করণে ব্ল্যাকক্যাপসদের নেতৃত্ব দেওয়া আমার জন্য স্পেশাল, সম্মানের ও বড় পাওয়া ছিল। পুরো ক্যারিয়ারে দলের চাহিদাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। আমি বিশ্বাস করি এই সিদ্ধান্তে দলের ভালোই হবে। দলকে আমার সর্বোচ্চটা দেওয়ার উপায় হচ্ছে মাঠের পারফরম্যান্সে মনযোগ দেওয়া, নিজের সেরাটা ফিরে পাওয়া, উইকেট নিতে থাকা এবং নিউজিল্যান্ডকে টেস্ট জেতাতে সাহায্য করা।'
অস্থায়ী অধিনায়ক হিসেবে এর আগে ৯টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন ল্যাথাম। অনিয়মিত অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিয়েছেন ৪৪টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টিতেও। এবারই প্রথম তিনি পেলেন নিয়মিত অধিনায়কের দায়িত্ব। শুরুতেই ভারত সফরের চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ উতরাতে পারবেন তো ল্যাথাম?
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।