পাকিস্তান-অস্ট্রেলিয়া সফর করবে ‘এ’ দল
এইচপি এবং টাইগার্স ক্যাম্প থেকে তৈরি করা হবে 'এ' দলের স্কোয়াড।

পাকিস্তান-অস্ট্রেলিয়া সফর করবে ‘এ’ দল
রাইসান কবিরEditor
প্রকাশিত হয়েছে - 2024-05-29T21:47:54+06:00
আপডেট হয়েছে - 2024-05-29T21:47:54+06:00
বাংলাদেশ জাতীয় দলের সিরিজ, সফর তো দেখা যায় হরহামেশাই। তবে ‘এ’ দলের সফর দেখা যায় কালেভদ্রে। এবার জাতীয় দলের পাশাপাশি ব্যস্ত থাকবে বাংলাদেশ ‘এ’ দলও। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
টাইগার্সের সাথে চলছে এইচপি ক্যাম্পও।
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যখন যুক্তরাষ্ট্রে জাতীয় দল তখন ঢাকায় শুরু হয়ে গেছে বাংলাদেশ টাইগার্স এবং হাই পারফরম্যান্স ইউনিটের ক্যাম্প। এই দুই দলের ক্যাম্প থেকে তৈরি করা হবে বাংলাদেশ ‘এ’ দল। চলতি বছরের শেষ দিকে একাধিক সিরিজ খেলবে ‘এ’ দল।
বিসিবির প্রকাশিত এক ভিডিওতে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক আবদুর রাজ্জাক বলেন, ‘পাকিস্তানে ‘এ’ টিম ট্যুর আছে, লঙ্গার ভার্সন আছে ওয়ানডে আছে, এটা আগস্টে হবে। অস্ট্রেলিয়াতে আছে এটায় এইচপি এবং টাইগার্স মিলিয়ে একটা টিম করা হবে। যেহেতু এখন এইচপি গ্রুপে বয়সের বাঁধা নেই। আমরা চেষ্টা করব যেন সেখানের কন্ডিশনে লঙ্গার ভার্সনে আমাদের ‘এ’ টিমটা যেন খেলতে পারে। সেখানে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আছে, ওয়ানডেও আছে। বাংলাদেশে ‘এ’ টিমের সিরিজ আছে, নিউজিল্যান্ড আসছে আমাদের দেশে আরকি। ৪ দিনের ম্যাচ থাকবে, ওয়ানডে থাকবে।’
রাজ্জাক আরও বলেন, ‘এখন পর্যন্ত টাইগার্সে যা দেখা যাচ্ছে ভালো, ছেলেরা সবাই খুশি অনুশীলনে। আরেকটা তথ্য আমাদের জানানো দরকার আসলে টাইগার্সের আমাদের যে স্কোয়াডটা হয়েছে যেহেতু টেস্ট ম্যাচ সামনে আছে অইটাকে ভিত্তি করে একটা গ্রুপ এখন (অনুশীলন) করছে। এখানে কিন্তু ৩০-৩৫ জনের বড় একটা তালিকা আমাদের রয়েছে। টাইম টু টাইম ওরাও এসে জয়েন করবে টাইগার্সের সাথে। এটা প্রায়োরিটি বেসিসে করা হবে। কারণ আমাদের এ বছর তিনটা ‘এ’ টিমের সিরিজ রয়েছে। একটা বাংলাদেশে হবে, একটা অস্ট্রেলিয়ায় হবে, একটা পাকিস্তানে হবে আরেকটা ইমার্জিং এশিয়া কাপ। যদিও একটা এইচপির, যেহেতু কোনো বয়সের বাঁধা নেই, আমরা চেষ্টা করব যেন লঙ্গার ভার্সনগুলো যেন আমাদের ‘এ’ টিমের প্লেয়াররা খেলতে পারে। এই প্ল্যান করেই (সবকিছু) করা হচ্ছে।’
রাজ্জাক আরও বলেন, ‘আমাদের পাইপলাইন কিন্তু এই দুইটা (এইচপি এবং টাইগার্স)। আমাদের এইচপি গ্রুপ, টাইগার্সের অনুশীলন ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এখানে ‘এ’ দলের আলাদা অনুশীলন লাগছে না। এখানে অনেক বড় একটা সংখ্যা থেকে আমরা নির্বাচন করতে পারব ‘এ’ দলের ক্রিকেটার ইনশাল্লাহ আশা করি।’
বিশ্বকাপ দলে না থাকা বেশ কিছু জাতীয় দলের ক্রিকেটার ডাক পেয়েছেন টাইগার্স ক্যাম্পে। এছাড়া ডিপিএল, বিপিএলে ভালো করাদের ডাকা হয়েছে এইচপি ক্যাম্পে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের
সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর
থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার
ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং
দিয়ে উৎসাহী করুন।