পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন ল্যাথাম
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথামের

তাহসিনা জামানEditor
প্রকাশিত হয়েছে - 2025-03-27T10:47:48+06:00
আপডেট হয়েছে - 2025-03-27T10:48:46+06:00
নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক টম ল্যাথাম হাতের চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন। অনুশীলনের সময় ডান হাতে আঘাত পাওয়ার পর এক্স-রে রিপোর্টে তার হাতে ফ্র্যাকচার ধরা পড়ে। ফলে আসন্ন সিরিজে আর দেখা যাবে না তাকে।
টম ল্যাথাম
ল্যাথামের জায়গায় অধিনায়কের দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। তিনি ইতোমধ্যে টি-টোয়েন্টি সিরিজেও নেতৃত্ব দিয়েছিলেন এবং তার নেতৃত্বের টি-টোয়েন্টিতে দাপুটে জয় পেয়েছে নিউজিল্যান্ড।
শুধু অধিনায়ক না, ল্যাথামের ল্যাথামের অনুপস্থিতিতে বিকল্প উইকেটরক্ষকও খুঁজতে হচ্ছে নিউজিল্যান্ডকে। উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যাবে মিচ হেয়কে। এছাড়া স্কোয়াডে যুক্ত হয়েছেন হেনরি নিকোলস, যিনি সম্প্রতি তিন মাসের ইনজুরি কাটিয়ে দুর্দান্ত ফর্মে ফিরেছেন।
নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড বলেছেন, "টমের অধিনায়কত্ব হারানো দুঃখজনক, তবে মাইকেল ইতোমধ্যে টি-টোয়েন্টি সিরিজে অসাধারণ নেতৃত্ব দিয়েছেন।"
এদিকে, নেপিয়ারে সিরিজের প্রথম ম্যাচের পর উইল ইয়ং স্কোয়াড থেকে বিদায় নেবেন, কারণ তিনি এবং তার স্ত্রী এলিস প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। ইয়ংয়ের জায়গায় ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটার রিস মারিউ। এই উদীয়মান ব্যাটার প্রথম শ্রেণির ক্রিকেটে ৬১.৭৩ গড়ে রান করছেন।
পাশাপাশি নিউজিল্যান্ডের নিয়মিত তারকা কেন উইলিয়ামসন ব্যক্তিগত কারণে সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন। এছাড়া দলে আছেন আরো দুই নবাগত খেলোয়াড় মুহাম্মদ আব্বাস ও নিক কেলি। ফলে তুলনামূলক তরুণ দল নিয়েই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড।
টি-টোয়েন্টি সিরিজে দাপুটে জয় নিয়ে ফুরফুরে মেজাজে আছে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে ৪-১ ব্যবধানে পরাজিত করে ওয়ানডে সিরিজে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।